স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ জানুয়ারী।। ত্রিপুরার আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যে কোনও নাগরিক সিভিজিল (CVIGIL) মোবাইল অ্যাপ ব্যবহার করে কোনও ঘটনা বা অপরাধের বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করতে পারেন।
নাগরিকগণ ১৯৫০ টোল ফ্রি এই ভোটার হেল্পলাইন নম্বরটিও ব্যবহার করতে পারেন। আজ পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন তার অফিসের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে একথা বলেন।
সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার শংকর দেবনাথও উপস্থিত ছিলেন।জেলাশাসক জানান, সরকারি সম্পত্তি থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারসজ্জা সরানোর কাজ চলছে।
সিভিজিলের বিষয়ে অবহিত করতে বিভিন্ন সংবাদমাধ্যমে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। তিনি জানান, অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে।