অরাজনৈতিক ব্যানারে শক্তির মহড়া বাম কংগ্রেসের, আওয়াজ ওঠল ভোট লুটের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ জানুয়ারি।। ত্রিপুরার ইতিহাসে প্রথমবারের মতো ঘটে গেল এক ঘটনা। যে ঘটনা সাড়া জাগাল সাধারণ মাুষ থেকে শুরু করে রাজনৈতিক পরিমন্ডলে। স্বাধীন ভাবে, সুষ্ঠু ভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার দাবী নিয়ে রাজপথে নামলেন নাগরিকরা। গণডেপুটেশন দেয়া হল রাজ্য মুখ্য নির্বাচন অধিকারীককে।

১৬ ফেব্রুয়ারী ত্রিপুরা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে শাসক দল বিজেপির বিরুদ্ধে একের পর এক মাস্টার স্ট্রোক দিচ্ছে বিরোধী শিবির। বামফ্রন্ট ও কংগ্রেস চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলে এই নির্বাচনে মিতালী করেছে। এই দুই দলের নবীন প্রবীণ নেতা কর্মীরা শাসকের বিরুদ্ধে ময়দানে নেমে পড়ছেন। মধুচন্দ্রিমা দেখে দুদলের সমর্থকরা যখন উজ্জীবিত তখন সেই উদ্দীপনাকে আরও তরান্বিত করতে অরাজনৈতিক ব্যানারে শক্তির মহড়া দিল বাম কংগ্রেসের নির্বাচনী জোট।

শনিবার রাজধানী আগরতলা শহর কাঁপিয়ে মিছিল করল নাগরিক সমাজ। মিছিলে হাটলেন দুই দলের নবীন প্রবীণ নেতা কর্মীী। আওয়াজ তুললেন গত পাঁচ বছরে রাজ্যে যত নির্বাচন হয়েছে সবগুলোইতেই নাগরিকদের ভোটাধিকার হরণ করা হয়েছে। ভোট লুট করা হয়েছে। ছাপ্পা ভোট হয়েছে।

তাই ১৬ ফেব্রুয়ারী যাতে ওই সব ঘটনার পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করার দাবী ওঠে এই মিছিল থেকে। সেই সাথে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও অসন্তোষের আওয়াজ ওঠে আজকের মিছিলে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?