অনলাইন ডেস্ক, ২০ জানুয়ারী।। হিমাচল প্রদেশে বৃষ্টি ও তুষারপাতের কারণে ঠান্ডার প্রকোপ বেড়েছে। প্রবল তুষারপাতের কারণে সিমলা জেলার উঁচু এলাকায় যাওয়ার প্রধান রাস্তাগুলি বন্ধ হয়ে গেছে। সিমলা পুলিশ তার ফেসবুক পেজে জানিয়েছে, সকাল থেকেই নারকান্দায় রামপুর-সিমলা জাতীয় সড়ক অবরুদ্ধ।
পুলিশ জানায়, সিমলা-চৌপাল সড়কের জানালা, খাদাপাথরের কাছে সিমলা-রোহরু সড়ক বন্ধ রয়েছে। চোপালে প্রায় ৩-৪ ইঞ্চি এবং নারকান্দায় প্রায় ৫ ইঞ্চি বরফ পড়েছে। এসব এলাকায় এখনো তুষারপাত হচ্ছে।
সিমলার সর্বোচ্চ শৃঙ্গ জাখুও বরফে ঢাকা। সিমলার কাছে একটি পর্যটন কেন্দ্র কুফরিতে তাজা তুষারপাতের ফলে রাস্তাটি পিচ্ছিল হয়ে গেছে। স্থানীয় প্রশাসন তুষার পরিষ্কারের জন্য যন্ত্রপাতি মোতায়েন করেছে। রাস্তা থেকে তুষার পরিষ্কার না হওয়া পর্যন্ত পর্যটকদের এসব রুটে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে পুলিশ ও প্রশাসন।
রাজ্যের উপজাতীয় জেলা লাহৌল-স্পিতি, কিন্নর, কুল্লু এবং চাম্বার উচ্চতর এলাকায়ও তুষারপাত হচ্ছে। সমতল ভূমিতে ঠাণ্ডা বাতাসের সঙ্গে বৃষ্টি হচ্ছে। তুষারপাতের কারণে মানালি-লেহ জাতীয় সড়ক এবং লাহৌল-স্পিতির দারচা-শিঙ্কুলা সড়ক অবরুদ্ধ। আবহাওয়া দফতর আগামী ২৪ ঘন্টা রাজ্যের উচ্চতর অঞ্চলে তুষারপাত এবং সমতল ভূমিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।