অনলাইন ডেস্ক, ১৭ জানুয়ারী।। ভারতের বিপক্ষে ৭৩ রানের অলআউট হয়ে যাওয়ার ম্যাচটি তদন্ত করবে শ্রীলঙ্কা ক্রিকেট। শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়ে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে রানের ব্যবধানে বড় জয় পেয়েছে ভারত।
মাঠের খেলায় তিন বিভাগেই শোচনীয়ভাবে পরাস্ত হয়েছিল লঙ্কানরা। ৩৯১ রান তাড়া করতে গিয়ে মাত্র ৭৩ রানেই অলআউট হয়ে যায় দাশুন শানাকারা। আর তাদের এমন হারে সন্দেহ প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
শোচনীয় হারে ক্ষুব্ধ শ্রীলঙ্কা ক্রিকেট। তারা ৩১৭ রানের এই বিশাল হারের তদন্ত করছে। কালই লঙ্কান দলের ম্যানেজারের কাছে বার্তা পৌঁছে গেছে। এই হারের ব্যাখ্যা দিতে হবে। পাঁচ দিনের মধ্যে তাদের জমা দিতে হবে প্রতিবেদন। তাতে শুধু ম্যানেজার, কোচ ও অধিনায়কই নন, থাকতে হবে নির্বাচকদের বক্তব্যও।
কিছুদিন আগে শ্রীলঙ্কা ক্রিকেট অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ–ব্যর্থতা নিয়ে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দলের সদস্যদের ‘ভণ্ড ধর্মগুরু’র খপ্পরে পড়ার মতো বিষয় উঠে এসেছিল।
এ ছাড়া ক্যাসিনোতে গিয়ে ঝামেলায় জড়ানো ও আর্থিক অনিয়মের বিষয়ও উঠে এসেছে। অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার দিন ব্যাটসম্যান দানুস্কা গুনাতিলকা এক নারীকে যৌন হয়রানির অভিযোগে স্থানীয় পুলিশের হাতে আটক হন।