স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৬ জানুয়ারী।। আজ বিকালে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া পুরাতন মহকুমা শাসক কার্যালয়ের প্রাঙ্গণে তেলিয়ামুড়া সাবডিভিশন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সিভিল জজ (জুনিয়র ডিভিশন) আদালতের শিলান্যাস করেন ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি টি অমরনাথ গৌড়।
প্রধান বিচারপতি বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রতিটি নাগরিকের কাছে আইনী সুযোগ সুবিধা পৌঁছে দিতে পরিকাঠামোর উন্নয়ন করা হচ্ছে। বিচার পাওয়ার জন্য মানুষকে অন্য কোন শহরে যেতে হবেনা, নিজের গ্রামে ঘরের কাছেই কোর্ট নির্মাণ হবে। অনুষ্ঠানে হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ বলেন, প্রত্যেকটি নাগরিকের কাছে আইনী সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিচার বিভাগ এগিয়ে যাচ্ছে।
এই কোর্টের মাধ্যমে এলাকাবাসীগণ বিভিন্ন ভাবে উপকৃত হবেন। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী রায় বলেন, একটা সময় মানুষকে ছোট ছোট কাজ হোক বা সমান্য মামলা হোক সারাদিনের জন্য কোর্টের কাজে অন্যত্র যেতে হত। এই সমস্যা সমাধানের জন্যই রাজ্য সরকারের এই উদ্যোগ।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন জেলা দায়রা আদালতের বিচারক শংকরী দাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন সচিব বিশ্বজিৎ পালিত, হাইকোর্টের রেজিস্টার জেনারেল বিশ্বজিৎ পন্ডিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই বার অ্যাসোসিয়েশনের সভাপতি ননীগোপাল দেবনাথ।