তুলাবাগানে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের উদ্বোধন, ব্যয় হয়েছে ৫ কোটি টাকা

স্টাফ রিপোর্টার, মোহনপুর, ১৬ জানুয়ারী।। মোহনপুর মহকুমার তুলাবাগানের উত্তর দেবেন্দ্রনগর উচ্চবিদ্যালয় মাঠে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী। সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ তৈরিতে ব্যয় হয়েছে ৫ কোটি টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, এই মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্ব এলাকাবাসীকে নিতে হবে। আগামীদিনে জনজাতি অধ্যুষিত এলাকাতেও এই ধরনের মাঠ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছেলেমেয়েদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার জন্য খেলাধুলার উন্নয়নে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। গরীব অংশের মানুষকে পাকা বাড়ি করে দেওয়া হচ্ছে। প্রতিটি বাড়িতে বিনামূল্যে পানীয়জল ও বিদ্যুতের সংযোগ দেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন এই মাঠে অনুশীলন করে ভবিষ্যতে নতুন প্রতিভা বিকশিত হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে ৭০ কোটি টাকার প্রকল্প পর্যায়ক্রমে রূপায়ণ করা হচ্ছে। দশরথ দেব স্টেডিয়ামে ৫ কোটি টাকা ব্যয়ে হকি খেলার জন্য সিন্থেটিক টার্ফ মাঠ। তৈরি করা হবে। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। পানিসাগরে অবস্থিত আঞ্চলিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে অ্যাথলেটিক্সের জন্য সিন্থেটিক টার্ফ। তৈরি করার কাজ চলছে। খোয়াইয়ে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ তৈরির কাজও প্রায় শেষের পথে।

রাজ্যের ছেলেমেয়েদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে রাজ্যের ১,৫০০টি ক্লাবকে ২০ হাজার টাকা করে বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। রাজ্যে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্রীয় সরকার ৮টি জেলায় মাল্টিপারপাস ইন্ডোর হল তৈরি করার জন্য ৪০ কোটি টাকার মঞ্জুরি দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নের ফলে নতুন নতুন ক্রীড়া প্রতিভা বিকশিত হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীণা দেববর্মা, মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, লেফুঙ্গা বিএসির চেয়ারম্যান রণবীর দেববর্মা। এই অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে ৫০টি ক্লাবকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?