স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ জানুয়ারী।। বোর্ডিং হাউজ স্টাইপেন্ড প্রদানকে আরও সহজতর ও দ্রুত করার লক্ষ্যে রাজ্যে চালু করা হল ই-রুপি পেমেন্ট ব্যবস্থা। আজ সচিবালয়ের ২ নং সভাকক্ষে জনজাতি কল্যাণ দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া ই-রুপি পেমেন্ট ব্যবস্থার সূচনা করেন।
অনুষ্ঠানে মুখ্যসচিব জে কে সিনহা, রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনীত আগরওয়াল, শিক্ষা দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব অভিষেক চন্দ্র সহ জনজাতি কল্যাণ দপ্তরের অন্যান্য পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
ই-রুপি পেমেন্ট ব্যবস্থা চালু করে জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া বলেন, বোর্ডিং হাউজ স্টাইপেন্ড প্রদানে ই-রুপি পেমেন্ট ব্যবস্থা দেশের মধ্যে আমাদের রাজ্যেই আজ প্রথম চালু করা হয়েছে। ফলে আজকের দিনটি রাজ্যের জন্য এক নয়া ইতিহাস রচিত হয়েছে। দেশের প্রধানমন্ত্রী দুর্নীতিমুক্ত ভারত গড়ার লক্ষ্যে সারাদেশেই ক্যাশলেস ট্রানজেকশন, পেপারলেস প্রশাসন সহ বিভিন্ন ডিজিটাল ব্যবস্থা চালু করেছেন।
এরই অঙ্গ হিসেবে আজ ই-রুপি পেমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে। ই-রুপি পেমেন্ট ব্যবস্থা একটি স্বচ্ছ পদ্ধতি যা সম্পূর্ণ নিরাপদ ও সহজতর। প্রথম পর্যায়ে এই ব্যবস্থার সঙ্গে রাজ্যের প্রায় ৩১ হাজার পরিবার যুক্ত হয়ে যাবে। পাশাপাশি ছাত্রছাত্রীরা স্কুলস্তর থেকেই ডিজিটাল প্রযুক্তি ব্যবস্থা সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করার সুযোগ পাবে।
অনুষ্ঠানে মুখ্যসচিব জে কে সিনহা বলেন, ই-রুপি পেমেন্ট ব্যবস্থা সবার জন্য বিশেষ করে হোস্টেলে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য অনেক সুবিধাজনক হবে। এটি একটি ক্যাসলেস পদ্ধতি যা সম্পূর্ণ নিরাপদ। এই পদ্ধতিটি শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক, হোস্টেল সুপারিনটেনডেন্ট সহ সবার জন্য সহজতর হবে। ই-রুপি ধারণাটির সম্পর্কে সকল ছাত্রছাত্রীদের সচেতন করারও উদ্যোগ নিতে হবে।
এই প্রক্রিয়াটি নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে কোনও ধরণের বিভ্রান্তির সৃষ্টি না হয় তারজন্য শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক ও হোস্টেল সুপারিনটেনডেন্টদের নিয়ে কর্মশালা করার জন্য জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকদের পরামর্শ দেন মুখ্যসচিব। অনুষ্ঠানে জনজাতি কল্যাণ দপ্তরের সচিব এল টি দারলং বলেন, বোর্ডিং হাউজ স্টাইপেন্ড প্রদানে দীর্ঘদিন ধরে নানা সমস্যা হচ্ছিল।
আজ ই-রুপি পেমেন্ট ব্যবস্থা চালু হওয়ার ফলে বোর্ডিং হাউজ স্টাইপেন্ড প্রদানের সমস্যা দূর হওয়ার পাশাপাশি বোর্ডিং হাউজ স্টাইপেন্ড প্রদান প্রক্রিয়াটিও সহজতর হল। ছাত্রছাত্রীরাও তাতে উপকৃত হবে। অনুষ্ঠানে এছাড়াও ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং এন আই সি’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।