স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷ আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ করার লক্ষ্যে নির্বাচন কমিশন সহিংসতা মুক্ত ভোট প্রক্রিয়া সম্পাদনের কথা ঘোষণা করেছে৷ এই লক্ষ্যকে সামনে রেখে আজ পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং পশ্চিম ত্রিপুরা পুলিশ প্রশাসনের উদ্যোগে ১৩-প্রতাপগড় (এসসি) বিধানসভা এলাকায় ফ্ল্যাগমার্চ অনুষ্ঠিত হয়৷
ফ্ল্যাগমার্চে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার শংকর দেবনাথ, প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নির্মল অধিকারী সহ অন্যান্য আধিকারিক এবং রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানগণ অংশগ্রহণ করেন৷ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন বলেন, শান্তিপূর্ণ এবং অবাধ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে এই ফ্ল্যাগমার্চ করা হচ্ছে৷
তিনি বলেন, গোটা জেলার বিভিন্ন স্পর্শকাতর এলাকায় সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার লক্ষ্যে ফ্ল্যাগমার্চ করা হচ্ছে৷ পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার শংকর দেবনাথ বলেন, ভোটারদের মধ্যে শান্তিপূর্ণভাবে ভোটদানের পরিবেশ তৈরি করার লক্ষ্যে পুলিশি টহল অনুষ্ঠিত হয়৷
তিনি বলেন, ভোটপর্ব না হওয়া পর্যন্ত এই ধরনের টহল জারি থাকবে৷ যেকোনও স্থানে অনভিপ্রেত ঘটনা ঘটলে পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করছে৷ পুলিশ সুপার শ্রীদেবনাথ বলেন, সেন্ট্রাল এবং রাজ্য পুলিশ যৌথভাবে ফ্ল্যাগমার্চে অংশগ্রহণ করেছে৷ এই পুলিশি টহল আগরতলা ঝুলন্ত ব্রিজ থেকে শুরু হয়ে প্রতাপগড় বিধানসভা এলাকার নানা পথ পরিক্রমা করে৷