স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ জানুয়ারি৷৷ আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচন ২০২৩ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন৷ শান্তিপূর্ণ নির্বাচন, সাম্পদায়িক সম্পীতি এবং সহজগম্য নির্বাচন এই বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে রাজ্যে পৌষসংক্রান্তি উপলক্ষে নির্বাচন কমিশন রাজ্যজড়ে ভোটারদের জন্য সচেতনতামূলক কর্মসূচি হিসেবে রঙ্গোলী উৎসবের আয়োজন করেছে৷
আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে নির্বাচন কমিশন আয়োজিত রঙ্গোলী উৎসবে আজ অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন প্রমুখ৷
অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যসচিব জে কে সিনহা বলেন, মতে ভিন্নতা থাকলেও ত্রিপুরার জনগণ শান্তি সম্পীতিকে সুুদৃঢ় করে একসাথে কাজ করে৷ এটাই ত্রিপুরার ঐতিহ্য৷ রঙ্গোলী উৎসব ত্রিপুরার জনগণকে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করার বার্তা দিচ্ছে৷
রাজ্যজড়ে রঙ্গোলী উৎসবে অংশগ্রহণকারী সকলকে তিনি অভিনন্দন জানান৷ মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে বলেন, নির্বাচন কমিশন ত্রিপুরায় জিরো পোল ভায়োলেন্স অর্থাৎ সহিসংতা ছাড়া ভোটপর্ব সম্পাদনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে৷ এইজন্য নির্বাচন দপ্তর রাজ্যজড়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে৷
রাজ্যের ভোটাররা যাতে শান্তিপূর্ণ নির্বাচন, সাম্পদায়িক সম্পীতি এবং সহজগম্য নির্বাচনে অংশ নিতে পারে এই বার্তাটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য রাজ্যজড়ে রঙ্গোলী ঊৎসবের আয়োজন করা হয়েছে৷ তিনি বলেন, আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচন স্বচ্ছ শান্তিপূর্ণ এবং সহিংসতা ছাড়া সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর৷
তিনি জানান, এখন পর্যন্ত প্রায় দেড় লক্ষ্য পরিবার এই উৎসবে অংশগ্রহণ করেছে৷ আগামীকাল পর্যন্ত এই সংখ্যা তিন লক্ষ ছাড়িয়ে যাবে৷ তিনি আরও জানান, রঙ্গোলী উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে বিধানসভাভিত্তিক সেরা ১০ জন রঙ্গোলী শিল্পীকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে৷