একের ভেতর দুই সেরার ছায়া থাকা ফুটবলারকে এবার নিজেদের করে নিতে চায় চেলসি

অনলাইন ডেস্ক, ১৫ জানুয়ারী।। ড্রিবলিং, গতি আর ফিনিশিংয়ে প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার সামর্থ্যও রাখেন। খেলতে পারেন দুই পায়েই নিজদেশে তিনি পরিচিত ‘ইউক্রেনের নেইমার’। আবার শাখতারের সাবেক কোচ মিরসেয়া লুসেস্কু তার মাঝে দেখেন কিলিয়ান এমবাপ্পের ছায়া।

চলতি মৌসুমে চ্যাম্পিয়ন লিগে ৬ ম্যাচে করেছেন ৩ গোল, করিয়েছেন আরও ২টি। ইউক্রেনের প্রিমিয়ার লিগেও ধরে রেখেছেন ছন্দ। সাত গোলের পাশাপাশি করিয়েছেন আরও ছয়টি। একের ভেতর দুই সেরার ছায়া থাকা ফুটবলারকে এবার নিজেদের করে নিতে চায় চেলসি।

শাখতার দোনেৎস্কের উইঙ্গার ২২ বছর বয়সী মাইখেলিও মুরদিককে পেতে ১০ কোটি ইউরো খরচ করতে চায় চেলসি।দ্য অ্যাথলেটিক বলছে, এরই মধ্যে দুই পক্ষ চুক্তি করতে সম্মত হয়েছে। চুক্তিতে বলা আছে, মুদরিককে কিনতে চেলসির গুনতে হচ্ছে ১০ কোটি ইউরো। যেখানে ৩ কোটি ইউরো নির্ভর করছে বিভিন্ন শর্তের ওপর। চেলসির সঙ্গে সাত বছরের চুক্তি করতে যাচ্ছেন মুদরিক। শাখতারের সঙ্গে চুক্তির নানা বিষয় নিয়ে সামনাসামনি কথা বলতে চেলসির প্রতিনিধিদল গিয়েছে তুরস্কে। সেখানেই অনুশীলন ক্যাম্প করছিল শাখতার।

দলবদলের বাজারে নির্ভরযোগ্য সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, চেলসি কোচ এরই মধ্যে নাকি দলের ভবিষ্যৎ প্রকল্প নিয়ে মুদরিকের সঙ্গে কথাও সেরে ফেলেছেন। মুদরিক মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে এসেছেন লন্ডনে। আগামী শনিবার স্টামফোর্ড ব্রিজে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচও দেখার কথা এই ফুটবলারের। সেদিনই চেলসির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা তার। গত বছর আর্সেনালে খেলার আগ্রহও প্রকাশ করেছিলেন এই উইঙ্গার। তিনি বলেছিলেন, ‘আর্সেনাল দুর্দান্ত একটি দল, তাদের কোচও দারুণ।

সে দলের খেলার ধরনটাও আমার পছন্দ। প্রস্তাব এলে আমার পক্ষে “না বলাটা কঠিন হবে।’ অর্থের অঙ্কেও আর্সেনালের চুক্তি খুব একটা কম হতো না। মুদরিককে দল ভেড়াতে সব মিলিয়ে ৯ কোটি ৫০ লাখ খরচ করতে রাজি ছিল আর্সেনাল। তবে এরপরও এই প্রতিভাবান ফুটবলারকে দলে ভেড়ানোর প্রতিযোগিতায় অনেকটাই ছিটকে গেছে গানাররা। মাঠের বাইরের খেলায় আর্সেনালকে হারিয়েছে চেলসি। এবার দলবদলের প্রতিযোগিতায় সেই মুনশিয়ানা দেখার অপেক্ষায় চেলসি সমর্থকেরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?