স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ এজিএমসি অ্যাণ্ড জিবিপি হাসপাতালে আজ এক জটিল ও সূক্ষ অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন নাক, কান ও গলা বিভাগের বিশেষজ্ঞ শল্য চিকিৎসকগণ৷
মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এই জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করার জন্য চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান৷ তিনি বলেন, রাজ্যেই এখন জটিল অস্ত্রোপচার সম্ভব হচ্ছে এবং রাজ্যের স্বাস্থ্য পরিসেবা উন্নয়নের সুুফল রাজ্যবাসী পাচ্ছেন৷
উল্লেখ্য, আগরতলা ডুকলির বাসিন্দা ৩২ বছরের এক যুবক এক দুর্ঘটনায় গলায় ধারালো লোহার রড বিদ্ধ হয়ে মারাত্মক আহত হন৷ গুরুতর আহত অবস্থায় তাকে ট্রমা কেয়ারে সেন্টারে নিয়ে এলে চিকিৎসকরা রোগীর প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তাকে দ্রত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন৷
এজিএমসি অ্যাণ্ড জিবিপি হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নেত’ত্বে গঠিত একটি সার্জিকেল টিম আজ অত্যন্ত জটিল ও সূক্ষ এই অস্ত্রোপচারের মাধ্যমে রোগীর গলা থেকে একটি কাপড়ের টুকরো সহ লোহার রড বের করেন৷
উক্ত সার্জিকেল টিমে ছিলেন ইএনটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ তরুণ গুহ, ডাঃ তন্ময় দেব, ডাঃ সত্যকাম চক্রবর্তী, ডাঃ সায়ন্তন রুদ্র পাল, অ্যানেসথোলজিস্ট ডাঃ ভাস্কর মজমদার, ডাঃ বিধান দাস, ডাঃ বিশ্বজিৎ সূত্রধর সহ, ওটি অ্যাসিসট্যান্ট, স্টাফ নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীগণ৷ অস্ত্রোপচারের পর বর্তমানে রোগী ইএনটি ওয়ার্ডে চিকিৎসকদের তত্বাবধানে রয়েছেন৷