সমতল পদ্মবিলে কৃষক বন্ধু কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, খোয়াই, ১৪ ডিসেম্বর।। কৃষির বিকাশে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে উৎপাদনশীলতা বৃদ্ধির উপর সরকার অগ্রাধিকার দিয়েছে। কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধি করতে রাজ্য সরকার কৃষকদের বিভিন্ন প্রকল্পে সহায়তা করছে।

এজন্য কৃষক বন্ধু কেন্দ্র, কৃষক জ্ঞানার্জন কেন্দ্র চালু করা হচ্ছে। এর পাশাপাশি উৎপাদিত কৃষিপণ্য মজুত করার জন্য গোডাউনও তৈরি করা হচ্ছে। আজ সমতল পদ্মবিলে কৃষক বন্ধু কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা বলেন।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের গতানুগতিক চাষ করার পদ্ধতি বাদ দিয়ে মাটি পরীক্ষা করে কোন মাটিতে কি ধরনের ফসল উৎপাদন হবে, মাটিতে কি ধরনের সার প্রয়োগ করতে হবে এসব পরামর্শ কৃষক বন্ধু কেন্দ্র থেকে কৃষকদের দেওয়া হচ্ছে।

তিনি বলেন, কৃষকদের বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণে বর্তমান সরকার পূর্বতন সরকার থেকে অনেক বেশি পরিমাণে ভর্তুকি দিচ্ছে। কৃষিজ পণ্যের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রাজ্য সরকার ফসল বিক্রির জন্যও উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার কাজ করছে। কৃষকগণ বর্তমানে কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে বছরে ৬ হাজার টাকা করে পাচ্ছেন।

এতে কৃষকগণ লাভবান হচ্ছেন। কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য রাজ্য সরকার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কৃষকগণ ন্যূনতম সহায়ক মূল্যে তাদের ধান বিক্রি করতে পারছেন। বর্তমান সরকার কেসিসির মাধ্যমে আরও বেশি সংখ্যায় কৃষকদের ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মবিল বিএসির ভাইস চেয়ারম্যান সরজিৎ দেববর্মা, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, উপঅধিকর্তা অরবিন্দ দেববর্মা, সমাজসেবী সঞ্জীব দেববর্মা প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিগণ ৪ জন সুবিধাভোগীর মধ্যে এসএমএএম প্রকল্পে ৮৫ হাজার টাকা ভর্তুকিতে পাওয়ারটিলার বিতরণ করেন। সমতল পদ্মবিলে এই কৃষক বন্ধু কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ৫০ লক্ষ টাকা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?