অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর।। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে মরক্কো ও ফ্রান্সের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (১০ ডিসেম্বর) পর্তুগালের বিপক্ষে জয়ের পর প্যারিসের শ্যাম্প এলিজে সড়কে নেমে আসেন হাজার হাজার মরক্কান সমর্থক। এরপর ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর তাদের সাথে যোগ দেন ফরাসি সমর্থকরা।
এসময় পুলিশের সাথে তাদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমর্থকদের ওপর টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ।
মুহূর্তেই জয়ের উল্লাস পরিণত হয় আক্রমণাত্মক মনোভাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাস্তায় সমর্থকদের ওপর লাঠিচার্জ করছে পুলিশ।
স্থানীয় পত্রিকা লা প্যারিসিয়ান জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে ৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রাতে মরক্কো ১-০ গোলে পর্তুগালকে হারিয়ে আর ফ্রান্স ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আগামী ১৪ ডিসেম্বর রাত ১টায় ফ্রান্স ও মরক্কো সেমিফাইনালে মুখোমুখি হবে।