বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া নিজে নিজে চর্চা করলে যোগও ডেকে আনতে পারে বিপদ

অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। শরীর ও মন ভালো রাখতে এখন অনেকেই নিয়মিত যোগচর্চা করেন। কিন্তু কোনো বিষয়ের প্রচলন বাড়লে তার সঙ্গে সঙ্গে সেই বিষয়টিকে কেন্দ্র করে তৈরি হওয়া বিভিন্ন ভ্রান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কাও বেড়ে যায়। অনেকেই অতি উৎসাহে ইন্টারনেট ঘেঁটে নিজে নিজেই বিভিন্ন আসন করার চেষ্টা করেন। এইভাবে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া নিজে নিজে চর্চা করলে যোগও ডেকে আনতে পারে বিপদ।

তাই নিয়মিত যোগ চর্চা করলে মাথায় রাখতে হবে কিছু বিষয়-

ভঙ্গিমা-

যোগাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ঠিক ভঙ্গিমা। যথাযথ অঙ্গ বিন্যাসে যেমন ভালো ফল মিলতে পারে, তেমনই অঙ্গ বিন্যাসের ভুলই ডেকে আনতে পারে বিপদ। তা ছাড়া সব আসন সবার জন্য নয়। যাদের পিঠের সমস্যা রয়েছে তাদের প্রাণায়াম বা আসন করার সময় অতিরিক্ত সতর্কতা নিতে হবে। সামনে বা পেছনের দিকে ঝুঁকে করতে হয় এ রকম একাধিক আসনে অসতর্ক হলেই বাড়তে পারে পিঠ ও কোমরের ব্যথা। পিঠ বা কোমরের সমস্যা থাকলে আসন করার সময় নিতে হবে বিশেষজ্ঞদের পরামর্শ। প্রয়োজনের থেকে অতিরিক্ত আসন করলে পেশি ক্লান্ত হয়ে যেতে পারে। আসন করার সময়ে উপেক্ষা করা যাবে না ক্লান্তিকে। পরিশ্রান্ত শরীরে যোগ চর্চায় লাভের চেয়ে ক্ষতি হওয়ার আশঙ্কা অনেক বেশি। বিশেষ করে যারা নতুন শুরু করছেন, তারা এক দিনে অতিরিক্ত আসন না করে অল্প অল্প করে শুরু করুন। সময় নিন, শরীরকেও মানিয়ে নেওয়ার সময় দিন।

বিশ্রাম-

আসন করার আগে শরীরকে তৈরি করা ও যোগচর্চার পর বিশ্রাম, উপকার পেতে হলে এই দু’টি জিনিস কিন্তু সমান গুরুত্বপূর্ণ। ভুল হলেই লাগতে পারে চোট। কাজেই যোগচর্চার আগে বিষয়গুলি নিয়ে কথা বলে নিন একজন প্রশিক্ষকের সঙ্গে। মাথায় রাখা দরকার, প্রত্যেকের শরীর আলাদা, আলাদা শরীরের সহন ক্ষমতাও। তাই যোগচর্চাকেও হতে হবে ব্যক্তি নির্দিষ্ট। আর আপনার শরীরের জন্য কোন আসন উপযোগী, তা বলতে পারেন একমাত্র যোগ প্রশিক্ষকই। সব মিলিয়ে যোগে যেমন মিলতে পারে লাভ, তেমনই ভুল করলে রয়ে যায় ক্ষতির আশঙ্কা।

তাই নিজে নিজে না চেষ্টা করে একজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে অনুশীলন করাই বাঞ্ছনীয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?