কানের মধ্যে টানা ঝিঁঝিঁর শব্দ পাচ্ছেন? রোগের নাম ও কিভাবে মুক্তি পাবেন জেনে নিন

অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। বছর ৫০-এর প্রদীপ সাহেব পেশায় আইনজীবী। বেশ কিছু দিন ধরেই তিনি আদালতে যেতে পারছেন না। ঘুম থেকে ওঠা মাত্রই তার মনে হচ্ছে দূরে কোথাও যেন শাঁখ বাজছে। হতেই পারে। তাই এই নিয়ে খুব একটা চিন্তা করেননি প্রথম দিকে। কিন্তু ঘণ্টা তিনেক পরে কাজে বেরিয়েও সেই একই অবস্থা।

সাদা-কালো টিভিতে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হলে একটানা যে তীব্র আওয়াজ হতো, তার সঙ্গে যেন অনেকটা মিল রয়েছে। কিছুতেই তার থেকে মুক্তি মিলছে না। শুধু ওই আইনজীবী নন, এমন সমস্যা অনেকেরই হয়। শাঁখ না হলেও কখনও কানের মধ্যে একটানা ঘণ্টা বাজে, কখনও বা সাইকেলের বেল। এসব লক্ষণ নতুন নয়। অনেকে মনে করেন, কানে জল ঢুকে বা ঠাণ্ডা লেগে এ ধরনের আওয়াজ হতে পারে।

কিন্তু চিকিৎসকদের মতে, সারাক্ষণ কানে এ ধরনের আওয়াজ শুনতে পেলেও আসলে কিন্তু কোনো আওয়াজ তৈরিই হয় না। চিকিৎসাশাস্ত্রে এই রোগের নাম ‘টিন্নিটাস’। এই ‘টিন্নিটাস’-এর আবার দুটি ভাগ রয়েছে। প্রথমটিতে, রোগীর কানে একনাগাড়ে ঝিঁঝিঁ ডাকে বা শাঁখ বাজতে থাকে। যা বাইরে থেকে চিকিৎসকের কানে পৌঁছায় না।

দ্বিতীয়টিতে আবার রোগী এবং চিকিৎসক দুজনেই টের পান যে, কানের ভেতরে কোনো আওয়াজ হচ্ছে। নাক, কান এবং গলার চিকিৎসকদের মতে, কানে দীর্ঘদিন ময়লা জমতে থাকলে, কিংবা দীর্ঘক্ষণ কানে হেডফোন দিয়ে গান শুনলেও এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। কানে এ ধরনের আওয়াজ হলে বুঝতে হবে, মস্তিষ্কের সঙ্গে যুক্ত কানের স্নায়ুগুলোতে কোনো সমস্যা রয়েছে।

এ আওয়াজ অবশ্য এক এক জনের ক্ষেত্রে এক এক রকম। ৫০ থেকে ৬০ বছর বয়সীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা দিলেও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। এ ধরনের সমস্যার প্রাথমিক চিকিৎসা হলো ব্যায়াম। যে সব ব্যায়াম মুখমণ্ডল এবং শ্বাস-প্রশ্বাসের সঙ্গে যুক্ত, সেগুলোই বিশেষ ভাবে উপকারী। এ ছাড়া, পেশির কিছু ব্যায়ামও এ ক্ষেত্রে বিশেষ ফল দেয়। কিন্তু পরিস্থিতি যদি জটিল হয়, সে ক্ষেত্রে ‘ম্যাগনেটিক মেথড’-এ চিকিৎসা করা হয়। যদিও এ ধরনের চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?