শিক্ষিকা হয়ে গেলেন চেয়ারপার্সন, আমবাসা পুরবাসীর দায়িত্ব কাঁধে নিলেন গোপাল সূত্রধর

স্টাফ রিপোর্টার, আমবাসা, ৫ ডিসেম্বর।। সোমবার আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যানের কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন গোপাল সুত্রধর, চেয়ারপার্সন ইন কাউন্সিল শঙ্কর চক্রবর্তী এবং কাউন্সিলার অনিল দেবনাথ।

এদিন সাংবাদিক সম্মেলনে শঙ্কর চক্রবর্তী বলেন অতি সম্প্রতি আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন সরকারি চাকুরীর নিয়োগ পত্র পেয়েছেন। আগামী ১-২ দিনের মধ্যে তিনি কর্মস্থলে যোগদান করবেন। সেই কারণে সোমবার তিনি চেয়ারপার্সনের পদ থেকে পদত্যাগ করেন। তিনি বলেন যতদিন পর্যন্ত নতুন চেয়ারপার্সন নিযুক্তি না হবে ততদিন পর্যন্ত চেয়ারপার্সনের দায়িত্বে থাকবেন বর্তমান পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন গোপাল সূত্রধর।

তিনি বলেন পরবর্তী সময় ওনাদের হাই কমান্ড থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশ মোতাবেক কাজ করা হবে। ভাইস চেয়ারপার্সন গোপাল সূত্রধর বলেন এই সময়ের মধ্যে আমবাসা এলাকার উন্নয়নে অনেক কাজ হয়েছে। আরো অনেক কাজ বাকি আছে। উনি চেষ্টা করবেন সময়ের কাজ সময়ের মধ্যে যেন শেষ করা যায়।

আগামী দিনে এলাকার উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে তিনি সকলকে সাথে নিয়ে কাজ করে যাবেন। মানুষের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি কিভাবে দ্রুততার সাথে সমাধান করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাবেন তিনি। এদিকে সোমবার আমবাসা পুর পুরিষদ থেকে বিদায় নিলেন চেয়ারপার্সন মমতা দাস। শিক্ষকতার চাকরিতে যোগ দেবেন তিনি।

তাই আমবাসা পৌর পরিষদের চেয়ারপার্সন থেকে পদত্যাগ করলেন মমতা দাস। আমবাসা টাউন হলে আমবাসা পৌর পরিষদের উদ্যোগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে চেয়ারপার্সন মমতা দাসের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপার্সন গোপাল সূত্রধর, আমবাসা পুর পরিষদের সি ই ও, সহ আমবাসা পুর পরিষদের সকল কাউন্সিলররা।

আমবাসা পুর পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অংশীদার ছিলেন মমতা দাস। বিভিন্ন ওয়ার্ডে রাস্তা, ড্রেইন, পানীয় জলের সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন তিনি। বিভিন্ন ওয়ার্ডে উনার তত্ত্বাবধানে কাজ চলছিল। আজ বিদায়ী অনুষ্ঠানে উন্নয়নমূলক কাজ বিগত দিনের মতেই জারি রাখতে আহ্বান জানান মমতা দাস। সকল কাউন্সিলর সহ আমবাসা পুর পরিষদের কর্মকর্তারা উনার হাতে বিদায়ী স্মারক তুলে দেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?