অনলাইন ডেস্ক, ৫ ডিসেম্বর।। রপ্তানি বাড়ানোর জন্য সরকারি সংস্থানগুলোকে জোর দিতে আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। এক বক্তৃতায় তিনি বলেছেন, রপ্তানি দেশের অর্থনীতি এবং কর্মসংস্থানের ভিত্তি ছিল এবং এখনো রয়েছে।
সোমবার ইউন জানান, গত বছরের চেয়ে এক ধাপ এগিয়ে ২০২৬ সালের মধ্যে দেশকে বিশ্বের পঞ্চম বৃহত্তম রপ্তানিকারক হিসেবে গড়ে তুলতে সরকার যা যা করতে পারে তাই করবে। তিনি আরও জানান, ‘রপ্তানি গ্রহণ এবং চুক্তিবদ্ধ হওয়ার ক্ষেত্রে’ কোম্পানিগুলোর অসুবিধা দ্রুত সমাধান খুঁজে পেতে সহায়তা করবে সরকার। ‘
এটি রপ্তানিকারকদের জন্য আর্থিক ও প্রশাসনিক সহায়তা উল্লেখযোগ্যভাবে প্রসারিত করবে’ যোগ করেন তিনি।দক্ষিণ কোরিয়া বিশ্বের ১০তম বৃহত্তম অর্থনীতি এবং কম্পিউটার মেমরি চিপ থেকে শুরু করে গাড়ি, জাহাজ ও শিল্প যন্ত্রপাতি বৈশ্বিক সরবরাহকারীর দেশ।
ইউন দেশের বার্ষিক বাণিজ্য দিবসের একটি অনুষ্ঠানে তার বক্তৃতায় বলেছিলেন, সরকার মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকাতে মুক্ত-বাণিজ্য চুক্তির নেটওয়ার্ক প্রসারিত করার চেষ্টা করবে।