যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে, জানালেন তথ্য মন্ত্রী সুুশান্ত চৌধুরী

স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ২৮ নভেম্বর৷৷ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে৷ জিরানীয়া কলেজ চৌমুহনী থেকে এনআইটি, আগরতলা পর্যন্ত সড়কটির উন্নয়নের দাবি ছিল দীর্ঘ দিনের৷ এই সড়কটি একটি ব্যস্ততম সড়ক৷

আজ জিরানীয়া কলেজ চৌমুহনীতে এই সড়কের উন্নয়ন কাজের সূচনা উপলক্ষে এক ভূমি পূজার আয়োজন অনুষ্ঠানে তথ্য ও সংসৃকতি মন্ত্রী সুুশান্ত চৌধুরী একথা বলেন।

উল্লেখ্য, এই সড়কটি উন্নয়নের জন্য ১১ কোটি ৭ লক্ষ টাকার অনুমোদন পাওয়া গেছে৷ সড়কটির মোট দৈর্ঘ্য ৩.৩৫ কিমি ও প্রস্থ ৭ মিটার৷ ভূমি পূজা অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন, প্রতিদিন এই সড়কে ভারি যানবাহন চলাচল করে৷ তাই এই সড়কটি জাতীয় সড়ক মানের করার জন্য দীর্ঘদিনের দাবি ছিল৷

রাজ্য সরকারের আন্তরিক প্রয়াসে এই সড়ক উন্নয়নের কাজ শুরু হতে যাচ্ছে৷ ভূমি পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিরানীয়া নগরপ’ায়েতের ভাইস চেয়ারপার্সন রীতা দাস, পূর্ত দপ্তরের তত্ত্বাবধায়ক বাস্তুকার বিশ্বজিৎ দেববর্মা, কার্যনির্বাহী বাস্তুকার সত্যজিৎ সরকার, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?