অনলাইন ডেস্ক, ১৩ নভেম্বর।। কমবেশি সবাই নিয়ম করে ঘরবাড়ি পরিষ্কার করে থাকেন। কিন্তু বাড়িতে ঢোকার সময় প্রথম যে জিনিসটি স্বাগত জানায় অতিথিকে সেটি হল পাপোশ। কিন্তু অযত্নেই পড়ে থাকে এই জিনিসটি।
সপ্তাহে অন্তত একবার ভালো করে বাইরে নিয়ে গিয়ে ঝাড়তে হবে পাপোশ। মাসে এক বার অন্তত ধুতেই হবে। তবে কী ধরনের পাপোশ তার উপর নির্ভর করছে কীভাবে ধোবেন।
কাপড়ের পাপোশ
কাপড়ের তৈরি পাপোশ খাবার সোডা বা কর্নস্টার্চ দিয়ে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখতে পারেন। তারপর পানিতে ধুয়ে রোদে মেলে দিতে হবে।
নারকেলের ছোবড়ার তৈরি পাপোশ
এই ধরনের পাপোশ অবশ্যই হাত দিয়ে পরিষ্কার করতে হবে। বেসিনের মধ্যে নিয়ে বাসন মাজার সাবান দিয়ে অল্প অল্প পানি ঢেলে ধুতে পারেন। ধোয়া হয়ে গেলে না একটি শুকনো ন্যাকড়া দিয়ে চেপে চেপে শুকিয়ে নিতে হবে। জামাকাপড় পরিষ্কার করার ডিটারজেন্ট না ব্যবহার করাই ভালো।
প্লাস্টিকের পাপোশ
রাবার বা প্লাস্টিকের তৈরি পাপোশ পরিষ্কার করতে হলে আগে একটি শুকনো কাপড় কিংবা ব্রাশ দিয়ে ঘষে নিতে হবে। এরপর গরম পানিতে তরল সাবান গুলে নিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে পাপোশটি।