মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় ২০২১-২২ অর্থবছরে রাজ্যের ৩০,৫২৬টি পরিবারকে প্রাণীপালনে সহায়তা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ নভেম্বর।। মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় ২০২১-২২ অর্থবছরে রাজ্যের ৩০,৫২৬টি পরিবারকে প্রাণীপালনের জন্য সহায়তা করা হয়েছে৷ আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রধান সচিব বি এস মিশ্রা দপ্তরের সাফল্যের খতিয়ান তুলে ধরে এই সংবাদ জানান৷ তিনি জানান, এরমধ্যে ৬০৩৩টি পরিবারকে শুকর, ৩,১৩৩টি পরিবারকে ছাগল, ৪১৭৭টি পরিবারকে হাঁস এবং ১৭,১৮৩টি পরিবারকে মোরগ পালনে সহায়তা করা হয়েছে৷

এরজন্য ব্যয় হয়েছে মোট ১০ কোটি ৫৫ লক্ষ টাকা৷ তিনি আরও জানান, এই প্রকল্পে ২০২২-২৩ অর্থবছরে ৪১ হাজার ৬০টি পরিবারকে প্রাণীপালনে সহায়তা করা হবে৷ এরজন্য ব্যয় হবে ১১ কোটি ৩৪ লক্ষ টাকা৷ তিনি জানান, ২০২০-২১ সাল থেকে রাজ্যে ’মুখ্যমন্ত্রী উন্নত গো-ধন প্রকল্প’ চালু করা হয়েছে৷ এই প্রকল্প ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত চলবে৷ রাজ্যের ৮টি জেলায় ’মুখ্যমন্ত্রী উন্নত গো-ধন প্রকল্প’ রূপায়ণের কাজ চলছে৷ এই প্রকল্পের অন্যতম লক্ষ্য রাজ্যে দুধের উৎপাদন ব’দ্ধি করা৷

এতে রাজ্যে দুধের চাহিদা যেমন মিটবে তেমনি কর্মসংস্থানের সুুযোগও তৈরী হবে বলে প্রধান সচিব আশা ব্যক্ত করেন৷ এই প্রকল্পে প্রতি ডোজ হিমায়িত লিঙ্গ নির্ধারিত বীর্যের জন্য সরকারি ভর্তকীর পরিমাণ ৫০৪ টাকা৷ ভর্তকী বাবদ সরকার মোট ১৫ কোটি ৭২ লক্ষ ৪৮ হাজার টাকা ব্যয় করবে৷ প্রকল্প রূপায়ণের নির্ধারিত সময়ের মধ্যে ৩,১২,০০০ ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ তিনি আরও জানান, এই প্রকল্পে শুরু থেকে এবছর ৩০ সেপ্ঢেম্বর পর্যন্ত রাজ্যে ৮২,৬৭৮টি গাভীর ক’ত্রিম প্রজননের জন্য ১,৪১,৬৯৭টি ডোজ হিমায়িত লিঙ্গ নির্ধারিত বীর্য ব্যবহৃত হয়েছে৷

উল্লিখিত সময়ে রাজ্যে এই প্রকল্পে ১৭,১৭৮টি ’ বাছুর জন্ম নিয়েছে, সাফল্যের হার ৯০ শতাংশের কাছাকাছি৷ প্রধান সচিব জানান, হাঁস পালন প্রকল্পে ২০২২-২৩ অর্থবছরে ২০০ জন তপশীলি জাতিভুক্ত মহিলা সুুবিধাভোগীকে বিনামূল্যে ৩০টি করে উন্নত প্রজাতির হাঁসের বাচ্চা, খাদ্য, যাবতীয় ঔষধপত্র বিতরণ করা হবে৷ সমস্ত সুুবিধাভোগীদের বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হবে৷ মোট ১৮,০০০টি হাঁসের বাচ্চা সুুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হবে৷ তপশীলি জাতি কল্যাণ দপ্তর থেকে এর জন্য ব্যয় হবে ৬০ লক্ষ টাকা৷

তিনি আরও জানান, বর্তমানে ঊনকোটি জেলার চণ্ডীপুর আরডি ব্লক অধীনস্ত সমরুরপার গ্রাম প’ায়েতে ও কুমারঘাট ব্লকের দুধপুর গ্রাম প’ায়েতে এবং গোমতী জেলার মাতাবাড়ী ব্লকের সুুখসাগর এলাকায় এই প্রকল্পটি বাস্তবায়িত করার কাজ চলছে৷ এছাড়াও প্রধান সচিব গবাদি পশুর ফুট এণ্ড মাউথ বা খড়াপিড়া রোগের উপর আলোকপাত করেন৷ তিনি জানান, এটি গবাদি পশুর একটি মারাত্মক সংক্রামক রোগ৷ এই রোগ সংক্রমনের ফলে প্রতি বছর দুগ্দ উৎপাদন হাস পাওয়ার সাথে সাথে ক’ষকদের আর্থিক ক্ষতির সম্মখীন হতে হয়৷ এই রোগ টিকাকরণের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা সম্ভব৷

তিনি জানান, রাজ্য প্রথম পর্যায়ে এই টিকাকরণ শুরু হয় ২০২০ সালের সেপ্ঢেম্বর মাস থেকে৷ প্রথম পর্যায়ে ৬ লক্ষ ৩২ হাজার ৬২৩টি গবাদি পশুকে টিকা দেওয়া হয়েছে৷ দ্বিতীয় পর্যায়ে ৭ লক্ষ ৪৬ হাজার ১৬২টি টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ এখন অব্দি এই পর্যায়ে ৩ লক্ষ ২২ হাজার ৭১০টি গবাদি পশুর টিকাকরণ সম্পন্ন হয়েছে৷ তিনি জানান, এই কর্মসূচিকে রূপায়িত করতে প্রাণী সম্পদ দপ্তরের সমস্ত কর্মী ও ট্রেনিং প্রাপ্ত ভ্যাকসিনেটরদের নিয়োজিত করা হয়েছে৷ ট্রেনিং প্রাপ্ত ভ্যাকসিনেটরদের জন্য প্রতি ডোজ পিছু সান্মানিক ২৩ টাকা ধার্য করা হয়েছে৷

প্রধান সচিব জানান, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধীনস্ত কলেজ অফ ভেটেরিনারী সায়েন্স অ্যাণ্ড এ.এইচ, আর কে নগর, আগরতলায় ১৭টি শাখায় চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য ১৭ জন প্রফেসর নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এছাড়াও অবসরপ্রাপ্ত প্রাণী সম্পদ বিকাশ সহায়কদের মধ্য থেকে ৩৮ জনকে এআরডি অ্যাসিস্টেন্ট (প্যারাবেট) হিসেবে ১১ মাসের জন্য চুক্তিবদ্ধ নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের বিশেষ সচিব ড. শশী কুমার এবং অতিরিক্ত অধিকর্তা ড. বি কে দাস৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?