রাজ্যের যুব সমাজের এক বিরাট অংশ আজ নেশায় আবদ্ধ, ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজ : মন্ত্রী সুুশান্ত চৌধুরী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ নভেম্বর।। রাজ্যের যুব সমাজের এক বিরাট অংশ আজ নেশায় আবদ্ধ৷ ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজ৷ এই অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকার প্রথম থেকেই নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে৷ আজ পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের উদ্যোগে ’নেশামুক্ত ত্রিপুরা’ বিষয়ক কর্মশালায় যোগ দিয়ে এই অভিমত ব্যক্ত করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুুশান্ত চৌধুরী৷

উল্লেখ্য, আগামী দিনগুলিতে রাজ্যের প্রত্যেকটি ব্লক, পুরপরিষদ, নগর প’ায়েত ছাড়াও আগরতলা পুরনিগমের ৫১টি ওয়ার্ডে নেশামুক্ত ত্রিপুরার উপর সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হবে৷ কর্মশালায় আলোচনাকালে ক্রীড়ামন্ত্রী সুুশান্ত চৌধুরী বলেন, ইয়াবা ট্যাবলেট, ড্রাগস, হেরোইন ইত্যাদি নেশার কবল থেকে যুব সমাজকে মুক্ত করতে সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে৷ আমাদের সরকার নেশা প্রতিরোধে প্রতি’াবদ্ধ৷

প্রতিনিয়ত প্রশাসন নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে৷ নেশা কারবারে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে দৃঢ় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে৷ খেলো ত্রিপুরা, সুুস্থ ত্রিপুরা কর্মসূচির মাধ্যমে ছাত্র ও যুব সমাজকে নেশায় আসক্ত হওয়ার প্রবণতা থেকে দূরে রাখতে কাজ করা হচ্ছে৷ তিনি আরও বলেন, সামাজিক কাজের সাথে যুক্ত বিভিন্ন ক্লাব, এনজিও, জনপ্রতিনিধিদের একযোগে রাজ্য সরকারের যুব সমাজকে নেশামুক্ত করার প্রয়াসে সামিল হতে হবে৷

ইতিমধ্যেই নেশাগ্রস্ত হয়েছে এমন লোকদের সুুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে রিহ্যাব সেন্টার খোলার উপর কর্মশালায় গুরুত্ব আরোপ করেন ক্রীড়ামন্ত্রী৷ কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব, বিভিন্ন ব্লকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জিলা পরিষদের সদস্য-সদস্যাগণ, মহকুমা শাসক, অতিরিক্ত মহকুমা শাসক, বিডিও সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?