১৪ থেকে ২০ নভেম্বর ৬৯তম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন, আগরতলায় প্রচার অভিযান

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ নভেম্বর।। ১৪ থেকে ২০ নভেম্বর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা রাজ্যে ৬৯তম অখিল ভারত সমবায় সপ্তাহ ২০২২ উদযাপন করা হবে৷ এবারের সমবায় সপ্তাহ উদযাপনের মূল থিম হলো ’স্বাধীনতার ৭৫ বর্ষ : সমবায়ের বিকাশ ও ভবিষ্যৎ ভাবনা’৷

এই থিমকে সামনে রেখে সমবায়ের উপর আলোচনাচক্র এবং বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ ১৪ নভেম্বর দুপুর ১২টায় আগরতলা টাউনহলে এক অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী সমবায় সপ্তাহ উদযাপনের সূচনা করবেন সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা মার্কফেডের চেয়ারম্যান বিধায়ক ক’ষ্ণধন দাস এবং সমবায় দপ্তরের সচিব অভিষেক সিং৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়নের চেয়ারম্যান রণজয় কুমার দেব৷ ১৫-২০ নভেম্বর পর্যন্ত অবশিষ্ট ৭টি জেলায়ও আলোচনাচক্রের আয়োজন করা হবে৷ প্রতিটি জেলায় আলোচনাচক্রের পাশাপাশি রক্তদান শিবির, সমবায় বিষয়ক পদযাত্রা, স্বচ্ছ ভারত অভিযান, বসে আঁকো প্রতিযোগিতা, অনাথ আশ্রম, হাসপাতালে ফল বিতরণ, প্রবন্ধ লিখন প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হবে৷

এই কর্মসূচিকে সামনে রেখে ৯ নভেম্বর সমবায় দপ্তরের মূল কার্যালয়ে বিভিন্ন সমবায় সমিতির সহযোগিতায় একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ এতে ৫১ জন রক্তদান করেন৷ সমবায় দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে এই সংবাদ জানানো হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?