স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ নভেম্বর।। ১৪ থেকে ২০ নভেম্বর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা রাজ্যে ৬৯তম অখিল ভারত সমবায় সপ্তাহ ২০২২ উদযাপন করা হবে৷ এবারের সমবায় সপ্তাহ উদযাপনের মূল থিম হলো ’স্বাধীনতার ৭৫ বর্ষ : সমবায়ের বিকাশ ও ভবিষ্যৎ ভাবনা’৷
এই থিমকে সামনে রেখে সমবায়ের উপর আলোচনাচক্র এবং বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ ১৪ নভেম্বর দুপুর ১২টায় আগরতলা টাউনহলে এক অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী সমবায় সপ্তাহ উদযাপনের সূচনা করবেন সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা মার্কফেডের চেয়ারম্যান বিধায়ক ক’ষ্ণধন দাস এবং সমবায় দপ্তরের সচিব অভিষেক সিং৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়নের চেয়ারম্যান রণজয় কুমার দেব৷ ১৫-২০ নভেম্বর পর্যন্ত অবশিষ্ট ৭টি জেলায়ও আলোচনাচক্রের আয়োজন করা হবে৷ প্রতিটি জেলায় আলোচনাচক্রের পাশাপাশি রক্তদান শিবির, সমবায় বিষয়ক পদযাত্রা, স্বচ্ছ ভারত অভিযান, বসে আঁকো প্রতিযোগিতা, অনাথ আশ্রম, হাসপাতালে ফল বিতরণ, প্রবন্ধ লিখন প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হবে৷
এই কর্মসূচিকে সামনে রেখে ৯ নভেম্বর সমবায় দপ্তরের মূল কার্যালয়ে বিভিন্ন সমবায় সমিতির সহযোগিতায় একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ এতে ৫১ জন রক্তদান করেন৷ সমবায় দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে এই সংবাদ জানানো হয়েছে৷