সামনেই ত্রিপুরা বিধানসভা নির্বাচন, আইন-শৃঙ্খলার অবনতি বরদাস্ত করা হবে না : মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ নভেম্বর।। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ বিকেলে রাজ্যের পুলিশ সুুপার, অতিরিক্ত পুলিশ সুুপার ও মহকুমা পুলিশ আধিকারিকদের সাথে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন৷ রাজ্য পুলিশের প্রধান কার্যালয়ে আজ বিকেলে অনুষ্ঠিত এই সভায় রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ র’ন ও অন্যান্য পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

সভায় মুখ্যমন্ত্রী রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পরামর্শ দেন৷ পর্যালোচনা সভার পর মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সাংবাদিকদের জানান, বিরোধী রাজনৈতিক দলগুলি অভিযোগ করছে রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে৷ কিন্তু তা ঠিক নয়৷ ২০১৮ সালের পর থেকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে৷

মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, পর্যালোচনার সময় রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ সুুপার, অতিরিক্ত পুলিশ সুুপার ও মহকুমা পুলিশ আধিকারিকগণ বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন৷ সরকার এই বিষয়গুলি বিবেচনা করবে৷ প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবে৷ ত্রিপুরা পুলিশকে শক্তিশালী করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই ভালো যা পর্যালোচনা সভা থেকে উঠে এসেছে৷

পরিসংখ্যান দিয়ে তিনি জানান, বিভিন্ন ক্ষেত্রে অপরাধজনিত ঘটনা হাস পেয়েছে৷ বিশেষ করে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যরোর ২০২১ সালের সমীক্ষায় রাজ্যে অপরাধের হার দেশের মধ্যে প’ম সর্বনিম্ন৷ এটা আরক্ষা বাহিনীর কঠোর পরিশ্রমের ফলেই সম্ভব হয়েছে৷

মুখ্যমন্ত্রী বলেন, কোনও অবস্থাতেই রাজ্যে যাতে আইন-শৃঙ্খলার অবনতি না হয় সে বিষয়ে পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে৷ সামনেই ত্রিপুরা বিধানসভা নির্বাচন আসছে৷ আইন-শৃঙ্খলার বিঘ্ন হলে তা বরদাস্ত করা হবে না৷ আইন-শৃঙ্খলার অবনতি হলে উন্নয়ন ব্যাহত হবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?