পিপলস লিবারেশন আর্মিকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

অনলাইন ডেস্ক, ৯ নভেম্বর।। চীনের জাতীয় নিরাপত্তা ক্রমবর্ধমান হুমকির মুখে আছে উল্লেখ করে দেশটির সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মিকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।মঙ্গলবার পিপলস লিবারেশন আর্মির এক অনুষ্ঠানে তিনি তাদেরকে যুদ্ধ জয়ের জন্য সামরিক সক্ষমতা বাড়ানো এবং সবসময় যুদ্ধ প্রস্তুতি বজায় রাখতে সব শক্তি ব্যয় করার নির্দেশ দিয়েছেন।

গত মাসে চীনা কমিউনিস্ট পার্টির ২০তম সম্মেলনে চীনের ইতিহাসে নজিরবিহীনভাবে তৃতীয় মেয়াদে দলটির মহাসচিব নির্বাচিত হন শি জিনপিং। এর মাধ্যমে আরও পাঁচ বছরের জন্য চীনের প্রেসিডেন্টও নির্বাচিত হন শি। প্রেসিডেন্ট ছাড়াও দেশটির কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) প্রধানের দায়িত্বও পান তিনি।

তৃতীয়বারের মতো দল ও রাষ্ট্রের শীর্ষ তিনটি পদ বাগিয়ে নেওয়ার মাধ্যমে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং বিপ্লবের নায়ক মাও সে তুংয়ের পর প্রথম নেতা হিসেবে দশ বছরের বেশি সময় চীনের ক্ষমতায় থাকছেন ৬৯ বছর বয়সী এই প্রভাবশালী নেতা। শি বলেন, যুদ্ধ জয়ের জন্য সামরিক সক্ষমতা বাড়ানো, সবসময় যুদ্ধ প্রস্তুতি বজায় রাখা এবং কার্যকরভাবে তাদের মিশন এবং কাজগুলো সম্পন্ন করার জন্য চীনা সেনাবাহিনীকে তাদের সমস্ত শক্তি ব্যয় করতে হবে।

শি তাদের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থকে দৃঢ়ভাবে রক্ষা করার এবং দল ও জনগণের দ্বারা অর্পিত বিভিন্ন কাজ সফলভাবে সম্পন্ন করারও নির্দেশ দিয়েছেন।তিনি বলেন, সামরিক নেতৃত্বকে অবশ্যই পিএলএ-এর শতবর্ষী লক্ষ্য অর্জনের দিকে মনোনিবেশ করতে হবে। আর তা হলো- ২০২৭ সালের মধ্যে পিএলএকে বিশ্বের শীর্ষ সশস্ত্র বাহিনীতে পরিণত করতে হবে।

যাতে তা মার্কিন সশস্ত্র বাহিনীর মোকাবিলা করতে পারে। শি বলেন, ‘এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে।’ হংকং ভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টে জানিয়েছে, সামরিক বাহিনীতে শির ভাষণ সম্পর্কে মন্তব্য করার সময় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল জু কিলিয়াং বলেছেন, ‘পিএলএকে অবশ্যই শান্তির সময় থেকে যুদ্ধের সময়ে দ্রুত রূপান্তরের জন্য প্রস্তুত হতে হবে। সর্বদা টানটান ধনুকে একটি তীরের মতো উচ্চ প্রস্তুতির ভঙ্গি বজায় রাখুন, যাতে সৈন্যরা যে কোনো সময় যুদ্ধের নামতে পারে।’ জু কিলিয়াং চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) সাবেক সভাপতি ছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?