অনলাইন ডেস্ক, ৯ নভেম্বর।। সদ্য দেশে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তা-ও আবার তিন বছর পর। দেশে ফেরার দিন থেকেই বেশ এক হইহই ব্যাপার মায়ানগরীতে। তিনি কোথায় যাচ্ছেন, কোথায় থাকছেন, নতুন কোনো কাজ হাতে নিয়ে মুম্বাই ফিরলেন কি না, সব নিয়েই কৌতূহল তুঙ্গে। প্রথম দিন থেকেই তিনি অনবরত ঘুরেও যাচ্ছেন। দেশে এসেই তিনি তার কেশসজ্জার নিজস্ব ব্র্যান্ড নিয়ে জোরকদমে প্রচার চালাচ্ছেন মুম্বাইতে।
পাশাপাশি ২০১৬ সাল থেকে প্রিয়াঙ্কা ইউনিসেফের প্রতিনিধি হয়ে কাজ করছেন। তাই ইউনিসেফ-এর বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকেন অভিনেত্রী। সে কারণেই সোমবার লখনউতে ইউনিসেফ-এর অফিস পরিদর্শনে যান প্রিয়াঙ্কা। সেখানে যাওয়ার পরই বাঁধল গণ্ডগোল।
কী হয়েছিল সেখানে?
ইউনিসেফ ও তার সহযোগী সংস্থাগুলো উত্তর প্রদেশে নারীদের ওপর অত্যাচার ও বৈষম্যে নিয়ে কাজ করছে। সেই কাজ ঠিকঠাক হচ্ছে কি-না, তার তদারকি করতে যান প্রিয়াঙ্কা। তার মাঝেই এই অঘটন। প্রিয়াঙ্কার বিরোধিতা শুরু হয়ে যায় উত্তর প্রদেশে। প্রিয়াঙ্কা লখনউয়ের ১০৯০ চৌরাস্তায় ছিলেন। সেখানেই নিরাপত্তাবলয় ভেদ করে ঢোকার চেষ্টা করেন এক ব্যক্তি। এ ঘটনায় গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে।
তার পর সেখনাকার গোমতিনগরজুড়ে পোস্টার সাঁটানো হয় প্রিয়াঙ্কা চোপড়ার বিরুদ্ধে। যেখানে ‘বয়কট প্রিয়াঙ্কা’-সহ ‘তোমাকে এই শহরে স্বাগতা জানানো হবে না’ জাতীয় নানা পোস্টার দেখা যায়।
যদিও সে সব বেশি পাত্তা দেননি ‘দেশি গার্ল’। লখনউ পরিদর্শনের ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। আপাতত মুম্বাইতে আছেন তিনি।