অনলাইন ডেস্ক, ৯ নভেম্বর।। গরু, ষাঁড় কে ধাক্কা মারার পর এবার বন্দে ভারত এক্সপ্রেসের চাকার তলায় প্রাণ হারালেন এক মহিলা।গুজরাতে ঘটেছে এই ঘটনা । মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত মহিলার বয়স ৫৪ বলে রেল পুলিশের তরফে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে গুজরাতের রাজধানী থেকে মুম্বই যাচ্ছিল ট্রেনটি। ৪টে ৩৭ নাগাদ দুর্ঘটনায় প্রাণ হারান বিয়াত্রিচে আর্চিবল্ড পিটার নামের ওই মহিলা। তিনি আনন্দ রেল স্টেশনের কাছে রেললাইন পেরচ্ছিলেন বলে জানা গিয়েছে।,
তিনি আহমেদাবাদের বাসিন্দা হলেও আনন্দে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। ট্রেনটি আনন্দ স্টেশনে দাঁড়ায় না। তাই স্টেশনের কাছাকাছি থাকলেও তা যথেষ্ট দ্রুতগতিতেই যাচ্ছিল। সামনাসামনি পড়ে যাওয়ায় আর সরে যাওয়ার সুযোগ পাননি ।
প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর এই লাইনে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু গত এক মাস ধরেই বারবার সমস্যার মুখে পড়েছে ট্রেন চলাচল। এরই মধ্যে তিনবার গবাদি পশুর সঙ্গে ধাক্কা লেগে ঘটেছে দুর্ঘটনা।
ব্যাহত হয়েছে পরিষেবা। গত ৬ অক্টোবর চারটি মোষের এক দল এসে পড়ে ট্রেনের সামনে। এর পরদিন আনন্দের কাছে ধাক্কা লাগে গরুর সঙ্গে। এছাড়াও সম্প্রতি একটি ষাঁড়ের সঙ্গেও ধাক্কা লাগে বন্দে ভারত এক্সপ্রেসের। সবক্ষেত্রেই ট্রেনটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল।