পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে বহনকারী ট্রাকের নিচে পিষ্ট হয়ে নারী সাংবাদিক নিহত

অনলাইন ডেস্ক, ৩১ অক্টোবর।। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের লংমার্চের খবর সংগ্রহ করতে গিয়ে দলটির প্রধান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বহনকারী ট্রাকের নিচে পিষ্ট হয়ে একজন নারী সাংবাদিক নিহত হয়েছেন। রাজধানী ইসলামাবাদ অভিমুখে ইমরানের দলের রাজনৈতিক কর্মসূচী ‘লংমার্চ’ চলাকালে রবিবার পাঞ্জাবের গুজরানওয়ালা শহরের কাছে ঘটনাটি ঘটে বলে পিটিআইয়ের কর্মকর্তারা ও সাংবাদিকরা জানিয়েছেন।

নিহত সাংবাদিকের নাম সাদাফ নাঈম। তিনি দেশটির বেসরকারি ‘চ্যানেল ৫’ নামের সংবাদভিত্তিক টিভিতে কর্মরত ছিলেন। আগাম নির্বাচনের জন্য কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে এ ‘লংমার্চের’ ডাক দিয়েছেন ইমরান। পাঞ্জাবের লাহোর শহরে থেকে শুরু হওয়া গাড়িবহরের এ মিছিল শুক্রবার ইসলামাবাদে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

কিন্তু দুর্ঘটনার পর ইমরান খান ‘লংমার্চ’ স্থগিত করেন। এক টুইটে ইমরান খান বলেন, ‘আজ আমাদের মিছিল চলাকালে ভয়ানক এক দুর্ঘটনায় চ্যানেল ফাইভের সাংবাদিক সাদাফ নায়ীমের মৃত্যুর ঘটনায় গভীরভাবে মর্মাহত ও শোকাহত’।

তিনি জানান, পিটিআইয়ের রবিবারের কর্মসূচী বাতিল করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক কাজ্জাফি বাট রয়টার্সকে জানান, নায়ীম (৪০) ইমরানের মন্তব্য নেওয়ার জন্য তাকে বহনকারী ট্রাকটিতে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান আর ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। নায়ীম ইমরানকে বহনকারী ট্রাকের চাকায় পিষ্ট হয়েছেন বলে নিশ্চিত করেছেন পিটিআই নেতা মুশারাত জামসেদ চীমা। তবে এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে স্থানীয় পুলিশ কর্মকর্তারা সাড়া দেননি।

রবিবার স্থানীয় সময় সন্ধ্যার পর ইসলামাবাদ থেকে ২২০ কিলোমিটার দক্ষিণপূর্বে ঘটনাটি ঘটে। তখন ইমরানের নেতৃত্বাধীন গাড়িবহরটি গুজরানওয়ালা শহরের কাছাকাছি ছিল। লংমার্চটি লাহোরের জিটি রোড থেকে পাঞ্জাবের কামোকে যাচ্ছিল। পথে বিভিন্ন শহরে থেমে সমাবেশ করার মধ্য দিয়ে ইসলামাবাদের দিকে এগিয়ে যাচ্ছে পিটিআইয়ের ‘লংমার্চ’। পর লংমার্চ থেমে যায়। ইমরান খান কনটেইনার থেকে নিচে নেমে আসেন।কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তিদের উদ্দেশে ইমরান খান বলেন, লংমার্চ আজ সোমবার গুজরানওয়ালার কামোকে পৌঁছানোর কথা ছিল।

কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনার কারণে তারা এখনই লংমার্চ শেষ করবেন। সোমবার ফের লংমার্চ শুরু হবে বলে জানান তিনি। সাদাফের স্বামীর নাঈম। এই দম্পতির ২১ বছর বয়সী এক মেয়ে ও ১৫ বছর বয়সী এক ছেলে আছে। নাঈম সাংবাদিকদের বলেন, তাঁদের মেয়ে টেলিভিশনে দেখার পর সাদাফের মৃত্যুর বিষয়টি পরিবার জানতে পারে।নাঈম বলেন, সন্তানেরা গতকাল সাদাফকে সংবাদ সংগ্রহের কাজে যেতে বারণ করেছিল কিন্তু তিনি শোনেননি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?