বাল্টিক সাগরের তলদেশ দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে যাওয়া দুটি গ্যাস পাইপলাইনে অস্বাভাবিক ফাটল

অনলাইন ডেস্ক, ২৯ সেপ্টেম্বর।। ডেনমার্কের উপকুলের কাছের বাল্টিক সাগরের তলদেশ দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে যাওয়া দুটি গ্যাস পাইপলাইনে অস্বাভাবিক ফাটল বা ছিদ্র দেখা দিয়েছে। এই ঘটনা নাশকতা বলে আশঙ্কা করছেন ইউরোপীয় নেতারা। কারণ ছিদ্রের আগে পাইপলাইনে বিস্ফোরণ হয়েছিল। ধারণা করা হচ্ছে সেগুলো বোমার বিস্ফোরণ ছিল। ইতিমধ্যে এ জন্য রাশিয়াকে দায়ী করে একে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দিয়েছে ইউক্রেন।

এ পাইপলাইনগুলো স্থায়ীভাবেও বন্ধ হয়ে যেতে পারে আশঙ্কা করা হচ্ছে। আর তা হলে চরম সংকটে পড়বে ইউরোপ। নর্ডস্ট্রিম-১ ও নর্ডস্ট্রিম-২ পাইপ লাইনে এ ফাটল দেখা দিয়েছে। ডেনমার্কের সামরিক কমান্ড গত মঙ্গলবার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এতে দেখা গেছে, বর্নহোম দ্বীপের কাছে সমুদ্রের পানির উপরিভাগে বুদ্‌বুদ উঠছে। দেশটির সশস্ত্র বাহিনী বলছে, পাইপলাইনে বেশ বড়সড় ছিদ্র হয়েছে। তাদের ধারণা, এক কিলোমিটারেরও বেশি ব্যাসার্ধজুড়ে ছিদ্রের কারণে এই বুদ্‌বুদ সৃষ্টি হচ্ছে।

বিশ্লেষকেরা বলছেন, বিশালাকারের এই ছিদ্রের মানে হলো, নর্ডস্ট্রিম পাইপলাইনগুলো দিয়ে এ শীতে ইউরোপে গ্যাস সরবরাহ সম্ভব নয়। এমনকি এগুলো মেরামত করার পরও নয়। বিশ্লেষক হেনিং গ্লোইস্টেইন ও জেসন বুশের মতে, এত বড় ছিদ্রের কারণে ক্ষয়ক্ষতির মাত্রা দেখে মনে হচ্ছে, পাইপলাইনগুলো স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। এ আকারের ছিদ্র গুরুতর নিরাপত্তাঝুঁকি এবং পরিবেশ বিপর্যয়ের কারণ হতে পারে। বিশেষ করে রাশিয়া যদি এ পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ না করে।

ডেনমার্কের জ্বালানি কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাসলাইনের এ ছিদ্র কয়েক দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। সমুদ্রে চলাচল করা জাহাজগুলো এ এলাকা দিয়ে প্রবেশ করা ঝুঁকিপূর্ণ। ছিদ্র দিয়ে বের হওয়া গ্যাস বাতাসে মিশে বায়ুদূষণের কারণ হতে পারে।তবে শুধু যে এলাকায় পাইপলাইনে ছিদ্র দেখা দিয়েছে, শুধু সে এলাকার পরিবেশে এর প্রভাব পড়তে পারে। ডেনমার্কের কর্তৃপক্ষ বলছে, পাইপলাইনে ছিদ্র পাওয়ার পর ডেনমার্কের বিদ্যুৎ ও গ্যাস সেক্টরে উৎপাদনের মাত্রা বাড়ানো হবে। জ্বালানি খাতে উৎপাদনের সক্ষমতা বাড়াতে এ পদক্ষেপ নেওয়ার জন্য উচ্চমাত্রার নিরাপত্তা প্রয়োজন।

গত মঙ্গলবার সুইডেনের মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, তারা সুইডিশ ও ডেনিশ জলসীমায় নর্ডস্ট্রিম-১ পাইপলাইনে দুটি ছিদ্রের বিষয়ে আগেই সতর্ক করেছিল। রয়্যাল ডেনিশ ডিফেন্স কলেজের সেন্টার ফর মেরিটাইম অপারেশনের গবেষক অ্যান্ডার্স পাক নিলসেন বলেছেন, বাল্টিক সাগরের তলদেশে পাইপের ছিদ্রের ঘটনা এমন সময়ে ঘটল, যখন নতুন উপায়ে নরওয়ের গ্যাস পোল্যান্ডে নিয়ে আসার চেষ্টা চূড়ান্ত হয়েছে।

তিনি বলেন, ‘সম্ভবত কেউ নরওয়েজিয়ান গ্যাসে কিছু ঘটতে পারে এমন একটি সংকেত পাঠাতে চেয়েছিলেন। কিন্তু ইউরোপে গ্যাসের বাজারে আরও বিশৃঙ্খলার ফলে আসলে কে লাভবান হবে? আমি মনে করি, এ মুহূর্তে শুধু একজনই এ থেকে উপকৃত হবে, তা হলো রাশিয়া’।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?