৮ উইকেটের জয় দিয়ে সিরিজ শুরু করা রাহুল দ্রাবিড়ের শিষ্যরা এগিয়ে গেছেন ১-০ ব্যবধানে

অনলাইন ডেস্ক, ২৯ সেপ্টেম্বর।। টস হেরে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর্শদীপ সিংহের বোলিং তোপে দাঁড়াতেই পারলো না প্রোটিয়ারা। লক্ষ্যটাও তাই পেয়েছিল নাগালের মধ্যেই। সূর্যকুমার যাদবের ব্যাটিংয়ে তান্ডবে তা টপকে গেছে তারা সহজেই। ৮ উইকেটের জয় দিয়ে সিরিজ শুরু করা রাহুল দ্রাবিড়ের শিষ্যরা এগিয়ে গেছেন ১-০ ব্যবধানে। প্রথম চার ওভারে ঝড় তুলেছিলেন ভারতের দুই পেসার আরশদীপ সিংহ ও দীপক চাহার। তিরুঅনন্তপুরমের মাঠে সবুজ পিচ।

বল সুইং করছিল। সেই সুইং সামলাতেই পারছিলেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। একের পর এক উইকেট নিয়ে যাচ্ছিলেন আরশদীপরা। প্রথম চার ওভারের মধ্যেই পাঁচ উইকেট হারিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা। এক ওভারে তিন উইকেট নিয়েছিলেন আরশদীপ। শুরুর ধাক্কা গোটা ম্যাচের উপর প্রভাব ফেলেছিল। এডেন মার্করাম ২৫ রান করেন। তিনি ওয়েন পারনেলকে সঙ্গী করে একটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে ফিরিয়ে দেন হার্সাল প্যাটেল। পারনেল করেন ২৪ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে সব থেকে বেশি রান কেশব মহারাজের। তিনি ৪১ রান করেন। মহারাজ রান না পেলে ১০০ রানের গণ্ডিও টপকাতে পারত না দক্ষিণ আফ্রিকা।

পারনেলের উইকেট নেন অক্ষর পটেল। মহারাজকে ফেরান হর্ষল। আট উইকেট হারিয়ে ১০৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ভারতের সফলতম বোলার আরশদীপ। তিনি তিনটি উইকেট নেন। চার ওভারে ৩২ রান দেন তিনি। এর মধ্যে ১৯তম ওভারে ১৭ রান দেন আরশদীপ। দুটি করে উইকেট নেন দীপক চাহার প্যাটেল। রবিচন্দ্রন অশ্বিন চার ওভার বল করে মাত্র আট রান দেন। রান তাড়া করতে নেমে ভারতও শুরুতে ধাক্কা খায়।

রোহিত শর্মাকে ফিরিয়ে দেন কাগিসো রাবাদা। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ফেরেন রোহিত। কোনো রান পাননি তিনি। ষষ্ঠ ওভারে ফিরে যান বিরাট কোহলিও। মাত্র তিন করে আউট হন তিনি। অনরিখ নখিয়ার বলে উইকেট দেন বিরাট। ভারতের দুই ব্যাটারই ক্যাচ দেন উইকেটরক্ষক কুইন্টন ডি ককের হাতে।রোহিত, বিরাট ফিরলেও ভারতকে বিপদের হাত থেকে উদ্ধার করলেন সূর্যকুমার যাদব (৫০ রানে অপরাজিত) এবং লোকেশ রাহুল (৫১ রানে অপরাজিত)।

বিরাট আউট হওয়ার পর মাঠে নেমেই দুটি ছক্কা হাঁকান সূর্য। তার পাল্টা মারের খেলায় ছন্নছাড়া হয়ে যায় দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ। সূর্য যখন আক্রমণাত্মক খেলে ভারতকে স্বস্তি দিচ্ছেন, রাহুল তখন এক দিকের উইকেট আটকে রেখেছিলেন। দুজনে মিলে ৯৩ রানের জুটি গড়েন। তাঁদের দাপটেই ২০ বল বাকি থাকতে হাতে আট উইকেট নিয়ে ম্যাচ জিতে নিল ভারত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?