অনলাইন ডেস্ক, ১৯ সেপ্টেম্বর।। কিরগিজস্তান- তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। কয়েকদিন ধরে চলা এই সংঘর্ষ কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক।
খবর বিবিসর। তাজিকিস্তান জানিয়েছে, সম্প্রতি সীমান্তে কিরগিজস্তানে সংঘর্ষের ঘটনায় তাদের ৩৫ জন নাগরিক নিহত হয়েছেন।
সব মিলিয়ে মৃতের সংখ্যা ৮১ জন হয়েছে। তাজিক পররাষ্ট্র মন্ত্রণালয় অফিশিয়াল ফেসবুক পেজে জানায়, বেসামরিক নাগরিক, নারী ও শিশুসহ ৩৫ জন নিহত হয়েছেন। এতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম সীমান্তে সংঘর্ষে আরও ১৩৯ জন আহত হয়েছেন।
এর আগে কিরগিজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের এখন পর্যন্ত প্রায় ২৪ জন নিহত হয়েছে। গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সংঘর্ষ বৃদ্ধি পাওয়ার পর উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে ট্যাংক ও মর্টারের মতো ভারী অস্ত্র ব্যবহারের অভিযোগ এনেছে। উভয় পক্ষই সহিংসতা শুরু করা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দোষারোপ করছে।
কিরগিজস্তান জানিয়েছে, তাজিকিস্তানের নিকটবর্তী গ্রাম থেকে প্রায় এক লাখ ৩৬ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দুই প্রজাতন্ত্রের দুর্বলভাবে চিহ্নিত সীমান্তে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে, তবে দ্রুতই এসব সংঘাতের অবসান হয়।
তবে গত বছর এ ধরনের সীমান্ত সংঘর্ষের জেরে দেশ দুটি প্রায় সর্বাত্মক যুদ্ধের প্রান্তে পৌঁছে গিয়েছিল। উভয় দেশেই রাশিয়ার সামরিক ঘাঁটি আছে এবং উভয়ের সঙ্গেই মস্কোর ঘনিষ্ঠ মিত্রতা আছে। শত্রুতা থামাতে উভয় মিত্রের প্রতিই আহ্বান জানিয়েছেন মস্কো।