অনলাইন ডেস্ক, ১৯ সেপ্টেম্বর।। ছয় দলের এশিয়া কাপের ১৫তম আসরটা ছিল বেশ জমজমাট। বেশ কয়েকটি শ্বাসরুদ্ধকর ম্যাচ ছিল এবার। শেষ বল অবধি খেলা গড়িয়েছে। সুপার ফোর পর্বে তো ভারতের শেষ ম্যাচটা নিজের নামেই লিখিয়ে নেন ভিরাট কোহলি।
আফগানদের বিপক্ষে ১২২ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতকটি। ১১ সেপ্টেম্বর পাকিস্তান-শ্রীলংকা ফাইনালটা ছিল আরও বেশি প্রতিদ্বন্দিতাপূর্ণ।
এমন জমজমাট আর টান টান উত্তেজনাপূর্ণ একটি টুর্নামেন্টই কি না দেখেননি অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। এশিয়া কাপ না দেখার কথা নিজেই স্বীকার করেছেন কামিন্স। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই কথা জানানো হয়।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অজিরা এখন ভারতে। আগামী মঙ্গলবার মোহালিতে শুরু হবে দুই দলের সিরিজের প্রথম ম্যাচটি। দলের সঙ্গে রয়েছেন এই পেসারও। তার আগেই কামিন্স জানালেন এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আসরটি তিনি দেখেননি। হিন্দুস্তান টাইমসকে কামিন্স বলেন, ‘সত্যি বলতে কি, আমি এবারের এশিয়া কাপের কোনো ম্যাচ দেখতে পারিনি।
মনে হয়ে শ্রীলংকা জিতেছে টুর্নামেন্টটি। ভিরাট কোহলি একটা শত রানের ইনিংস খেলেছে বলে পরে জেনেছি। হ্যাঁ সে একজন ক্লাস ব্যাটার। সে দীর্ঘদিন অফফর্মে ছিল। এই টুর্নামেন্টে সে চিরচেনা ফর্মে ফিরেছে। সে হারিয়ে যাবে না, যেকোনো সময় ফর্মে ফিরবে বলে আমরা জানতাম।
সামনে তার জন্য আরও একটি চ্যালেঞ্জ। ’সময়ের গড়মিলের কারণে কামিন্স মহাদেশীয় এই টুর্নামেন্টটি দেখতে পারেননি বলে জানিয়েছেন। খেলা যখন শুরু হতো, অস্ট্রেলিয়ার ঘড়ির কাটা তখন রাত ১২টার ঘরে থাকত। তবে ২৯ বছর বয়সী এই অসি পেসার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ অনেক চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন।
তিনি মনে করেন দুই দেশের খেলার গতি ভিন্ন, ‘আমি মনে করি অস্ট্রেলিয়ার তুলনায় ভারতে ভিন্ন গতিতে খেলা হয়। সীমানা সাধারণত একটু ছোট হয়। যেখানে উইকেট কিছুটা ধীর, তারপর কাটার এই ধরনের জিনিসগুলি বোলারদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। সত্যিই দ্রুত মানিয়ে নিতে হবে।
’তিনি যোগ করে বলেন, ‘যারা ভারতে আগে খেলেছে তারা সবাই এটা জানে ও বুঝে। টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট, যেটাকে অবশ্যই দিনটিকে আপনার করে তুলতে হবে। যদি আপনার পরিকল্পনা কাজে না আসে সেখান থেকে দ্রুতই এগিয়ে যেতে হবে। ’