অনলাইন ডেস্ক, ১৮ সেপ্টেম্বর।। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারে মাঝ আকাশে দুটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিমান দুটিতে থাকা ৩ আরোহীর সবাই নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। খবর রয়টার্সের।
স্থানীয় সময় শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালের দিকে ডেনভারের ৩০ মাইল উত্তরে বোল্ডার কাউন্টির ওপরে বিমান দুটির সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সেখানকার স্থানীয় পুলিশ।
এক বিবৃতিতে বোল্ডার কাউন্টি শেরিফের অফিস বলেছে, একটি বিমানের দুই আরোহীকে ধ্বংসাবশেষে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং অন্য একটি বিমানের আরোহীকেও পৃথক স্থানে মৃত অবস্থায় পাওয়া গেছে। দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এক বিবৃতিতে বলেছে, কী কারণে সংঘর্ষ হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও বলা হয়, সোনেক্স জেনোস অ্যালুমিনিয়ামের হালকা বিমান, বাড়িতেই এটি বানানো যায়। সেসনা ১৭২ স্কাইহক এক ইঞ্জিনবিশিষ্ট ছোট বিমান, যাতে আসন মাত্র ৪টি।