অনলাইন ডেস্ক, ১৮ সেপ্টেম্বর।। সময়টা একদমই পক্ষে যাচ্ছে মোহাম্মদ সামির। এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ হয়নি। নাম নেই বিশ্বকাপের দলেও। রিজার্ভে থাকলেও টি-টোয়েন্টির পরিকল্পনাতেই নাকি নেই এ পেসার।
তাই তার সামনে সুযোগ ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেকে প্রমাণ করার। তবে শেষ পর্যন্ত সেটাও হাতছাড়া হয়েছে। করোনা আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে যোগ দিতে পারছেন না সামি। তার জায়গায় নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন উমেশ যাদব।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তার জায়গায় আরেক পুরনো পেসার উমেশ যাদবকে দলে নেওয়া হয়েছে। যাদব কাউন্টি খেলতে ইংল্যান্ডে ছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত আগামী ২০ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে।
ওই সিরিজ শেষ হবে ২৫ সেপ্টেম্বর। দুদিন পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত। ওই সিরিজে করোনা কাটিয়ে ফিট হয়ে সামি খেলতে পারবেন কিনা নিশ্চিত নয়।
ভারতের টি-টোয়েন্টি দল
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিপক হুদা, ঋষভ পান্ত, দিনেশ কার্তিক, হার্ডিক পান্ডিয়া, রবিশচন্দন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হার্শেল প্যাটেল, দিপক চাহার, জাসপ্রিত বুমরাহ ও উমেশ যাদব।