স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ সেপ্টেম্বর।।
ত্রিপুরার ঐতিহ্যশালী “মহারাজা বীর বিক্রম কলেজ” এর ৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান উপলক্ষে আজ সন্ধ্যায় এই কলেজের প্রথম বর্ষের ছাত্র ত্রিপুরেন্দ্র মোহন গাঙ্গুলির বাসভবনে গিয়ে সংবর্ধনা ও অভিনন্দন জ্ঞাপন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
১৯৪৭ সালের ৯ সেপ্টেম্বর মহারাজা বীর বিক্রম কলেজের প্রতিষ্ঠার প্রথম বর্ষের ছাত্র হিসাবে ভর্তি হন ত্রিপুরেন্দ্র মোহন গাঙ্গুলি, বর্তমানে তাঁর বয়স ৯২ বছর।
তিনি এমবিবি কলেজ থেকে বিজ্ঞান নিয়ে আইএসসি পাশ করে ইন্সটিটিউট অব টেক্সটাইল টেকনোলজি, শ্রীরামপুর, পশ্চিমবঙ্গ থেকে প্রথম টেক্সটাইল টেকনোলজি পাশ করে রাজ্য সরকারের অধীনে কর্মরত ছিলেন।
তিনি শিল্প দপ্তরের অতিরিক্ত অধিকর্তা পদ থেকে অবসর গ্রহণ করেন। স্মৃতি চারণ করতে গিয়ে শ্রী গাঙ্গুলি বলেন, সেবছর কলেজে মোট ছাত্রছাত্রী ছিলেন ৪২৭ জন। এদের মধ্যে ২৪ জন ছাত্রী।