অনলাইন ডেস্ক, ৪ সেপ্টেম্বর।। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার রাতে ফ্লোরিডার বাসভবনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই অভিযান চালিয়ে গোপন নথি উদ্ধারের পর প্রথমবারের মতো র্যালিতে অংশ নিয়ে বাইডেনের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করলেন ট্রাম্প।
পেনসিলভানিয়ার উইলকেস-বারে হাজার হাজার সমর্থকের সামনে দেওয়া বক্তব্যে বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে ট্রাম্প বলেন, ‘বাইডেন এফবিআইকে আমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন’।
যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টের দাবি, ওই অভিযান ছিল আমেরিকার ইতিহাসে যে কোনো প্রশাসনের হাতে সংঘটিত ক্ষমতার খুবই হতাশাজনক অপব্যবহার।
এদিন দুই রিপাবলিকানের পক্ষে প্রচারের জন্য পেনসিলভানিয়ায় এসেছেন ট্রাম্প। ড. মেহমেত ওজ যুক্তরাষ্ট্রের সিনেটের জন্য লড়ছেন। আর রাজ্যের সেনেটর ডগ মাস্ট্রিয়ানো লড়ছেন পেনসিলভানিয়ার গভর্নর হওয়ার জন্য। প্রায় দুই ঘণ্টার ভাষণের প্রথমদিকে ৭৬ বছর বয়সী ট্রাম্প তার বাসভবনে এফবিআইয়ের অভিযানের সমালোচনা করে কাটিয়েছেন।
পরে কথা বলেন ২০২০ সালের নির্বাচন, ডেমোক্রেটিক পার্টির নেতাদের সমালোচনা এবং ‘দেশ রক্ষার’ প্রতিশ্রুতির মতো পুরোনো বিষয়গুলো নিয়ে। এর আগে ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন (মাগা) মতাদর্শের সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পেনসিলভানিয়ায় একটি প্রাইমটাইম বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।
বাইডেন বলেছিলেন, মাগা সমর্থকরা দেশটাকে পিছনের দিকে নিয়ে যেতে বদ্ধপরিক। মেক আমেরিকা গ্রেট এগেইন মতাদর্শে বিশ্বাসী রিপাবলিকানরা একটি চরমপন্থার প্রতিনিধিত্ব করে যা আমাদের রাষ্ট্রের ভিত্তিকে হুমকির মুখে ফেলে দিয়েছে। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে আরেকটি গৃহযুদ্ধের আশঙ্কা করছেন দেশটির বেশির ভাগ মানুষ।
মার্কিনিরা মনে করছেন, তাদের দেশে দিন দিন রাজনৈতিক বিভাজন বাড়ছে, তাতে আগামী ১০ বছরের মধ্যেই দ্বিতীয় গৃহযুদ্ধ লেগে যাবে। নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে। গত ২০-২২ আগস্ট ওই যৌথ জরিপ চালায় ইউগভ আমেরিকা ও দ্য ইকোনমিস্ট। গত শনিবার (২৭ আগস্ট) জরিপটি প্রকাশিত হয়। ওই জরিপে মার্কিনিদের যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবেশের পরিবর্তন নিয়ে প্রশ্ন করা হয়।
প্রশ্ন ছিল: যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিভাজন আরও খারাপ হয়েছে কি না আর রাজনীতি থেকে ভবিষ্যতে তারা কী প্রত্যাশা করে? জরিপমতে, ওই প্রশ্নের জবাবে বেশির ভাগ মার্কিনি জানিয়েছেন, ২০২১ সালের শুরু থেকে রাজনৈতিক বিভাজন বেড়েই চলেছে। আগামী দিনগুলোতে এ বিভাজন বাড়তেই থাকবে বলে মনে করেন তারা।
প্রতি পাঁচজন মার্কিনির মধ্যে দুজনই জানিয়েছেন, আগামী এক দশকের মধ্যেই দেশ গৃহযুদ্ধের মুখে পড়তে পারে বলে মনে করেন তারা। এক্ষেত্রে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের চেয়ে বিরোধী দল রিপাবলিকান সমর্থকদের মধ্যে গৃহযুদ্ধের আশঙ্কা বেশি।