অনলাইন ডেস্ক, ৪ সেপ্টেম্বর।। পাকিস্তানের বিপক্ষে দারুণ একটা কার্যকর ইনিংস খেলেছিলেন রবীন্দ্র জাদেজা। তাতে এশিয়া কাপ মিশনটা জয় দিয়ে শুরু হয় ভারতের। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ফের মুখোমুখি হচ্ছে দুই দল।
কিন্তু তার আগেই বড় দুঃসংবাদ ভারত দুর্গে। হাঁটুর চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন জাদেজা। শুধু তাই নয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডারকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
কেননা হাঁটুর চোট সারাতে বড় ধরনের অস্ত্রোপচার করাতে হবে জাদেজাকে। তাই অনির্দিষ্ট সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই তারকা ক্রিকেটারকে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিসিআইর এক বোর্ড কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন এ খবর। সংশ্লিষ্ট বিসিসিআই কর্তা বলেন, ‘জাদেজার ডান হাঁটুর চোট বেশ গুরুতর।
তাকে বড় অস্ত্রোপচার করাতে হতে পারে। যদি অস্ত্রোপচার করাতেই হয়, তাহলে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে তাকে। সেক্ষেত্রে কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসবেন তিনি তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। মোটামুটিভাবে ৩ থেকে ৬ মাস জাদেজার মাঠের বাইরে থাকার আশঙ্কা করা হচ্ছে।
’উল্লেখ্য, শুক্রবার বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জাদেজার এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, জাদেজা ডান হাঁটুতে চোট পেয়েছেন। ফলে তিনি আর চলতি এশিয়া কাপে মাঠে নামতে পারবেন না। জাদেজা আপাতত বোর্ডের মেডিক্যাল টিমের নজরদারিতে রয়েছেন।
ভারতীয় দলের নির্বাচকরা তড়িঘড়ি রবিন্দ্র জাদেজার পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করেন। জাদেজার বদলি হিসেবে ভারতীয় দলে ঢুকে পড়েন স্পিনার অলরাউন্ডার অক্ষর প্যাটেল।