নতুন মৌসুমের শুরুতেই আলো ছড়িয়ে জিতেই চলেছে বার্সেলোনা

অনলাইন ডেস্ক, ৪ সেপ্টেম্বর।। নতুন মৌসুমের শুরুতেই আলো ছড়িয়ে জিতেই চলেছে বার্সেলোনা। ড্র দিয়ে শুরু করা লা লিগায় টানা তিন ম্যাচে জয় পেয়েছে তারা। শনিবার সেভিয়ার বিপক্ষে লা লিগায় নিজেদের তৃতীয় জয় পেয়েছে বার্সেলোনা।

তিন গোলের দুটিতে অ্যাসিস্ট করেছেন এই মৌসুমেই দলে আসা জুলস কুন্দে। দুটি গোল করেছেন রবার্ট লেভানডোভস্কি ও রাফিনহো। বাকি একটি গোল এসেছে গত মৌসুমে দলে আসা এরিক গার্সিয়ার কাছ থেকে। তবে ম্যাচের চতুর্থ মিনিটেই গোল হজম করতে পারতো বার্সেলোনা।

সেভিয়ার ইভান র‍্যাকিটিচের দারুণ শট গোললাইন থেকে ফিরিয়ে দেন বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাহো। ম্যাচের ২১তম  মিনিটে প্রথম গোল পায় বার্সেলোনা। ওসমান দেম্বলের পাস থেকে লেভানডোভস্কির চিপ গোললাইন থেকে সেভিয়ার ফার্নান্ডো।

তবে পাশেই ফাঁকা থেকে রাফিনহা হেড থেকে লক্ষ্যভেদ করেন। বার্সেলোনার জার্সি গায়ে এটাই এই ব্রাজিলিয়ানের প্রথম গোল। ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন লেভানডোভস্কি। জুলস কুন্দের ক্রস বুক দিয়ে নামিয়ে ডান পায়ের শটে সেভিয়ার জালে বল পাঠিয়ে দেন তিনি।

বার্সেলোনার জার্সি গায়ে তিন ম্যাচে তার গোল হয়ে গেল পাঁচটি। বিরতিতে যাওয়ার আরও গোটাকয়েক গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বার্সেলোনার ফুটবলাররা। বিরতি থেকে ফেরার পর দ্রুতই ম্যাচের তৃতীয় গোল পায় ক্লাবটি।

৫০তম মিনিটে রাফিনহোর ক্রস থেকে হেডে পাস দেন কুন্দে। বল পেয়ে ভুল করেননি গার্সিয়া, নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন এই স্প্যানিশ ডিফেন্ডার। এরপর গোল ব্যবধান বাড়ানো জন্য আরও সুযোগ পেয়েছিল বার্সেলোনা। কিন্তু কেউই কাজে লাগাতে না পারায় ৩-০ গোল ব্যবধানে জিতে মাঠ ছাড়ে তারা।

লা লিগার পয়েন্ট টেবিলের এক ড্র ও তিন জয়ে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে বার্সেলোনা। অন্যদিকে সমান ম্যাচে এক ড্র ও তিন হারে তিন পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে রয়েছে সেভিয়া। শতভাগ জয় নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?