অনলাইন ডেস্ক, ৪ সেপ্টেম্বর।। সোমালিয়ায় সশস্ত্র জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের হামলায় কমপক্ষে ১৯ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। সোমালিয়ার মধ্যাঞ্চলে সারা রাত গোষ্ঠীটি তাণ্ডব চালিয়ে খাদ্য সহায়তার কয়েকটি ট্রাক ধ্বংস করেছে। খবর আলজাজিরার।
আধা- স্বায়ত্তশাসিত হিরশাবেলে রাজ্যের হিরান এলাকায় সশস্ত্রগোষ্ঠীটি শুক্রবার হামলা শুরু করে। শনিবার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ট্রাকগুলো বালাডওয়েন শহর থেকে খাদ্যপণ্য নিয়ে মহাস শহরে যাচ্ছিল।
স্থানীয় প্রবীণ আব্দুলাহী হারেদ বার্তা সংস্থা এএফপিকে বলছিলেন, ‘ গত রাতে সন্ত্রাসীরা ভ্রমণকারী নিরীহ লোকজনকে হত্যা করেছে। ভুক্তভোগীর সঠিক সংখ্যা আমরা জানি না। তবে এখন পর্যন্ত ১৯ জনের মৃতদেহ পাওয়া গেছে। ’ ‘মৃতদেহগুলো এখনো সংগ্রহ করা হচ্ছে, এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
মৃতের সংখ্যা বিশের ওপরে হতে পারে পারে’ বলছিলেন হিরান অঞ্চলের গভর্নর আলি জেইতে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সোনার প্রতিবেদনে বলা হয়, আল-শাবাবের যোদ্ধারা ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে এবং যানবাহনে চড়া অধিকাংশ লোকজনকে হত্যা করেছে।
এক বিবৃতিতে আল-শাবাব জানিয়েছে, তারা একটি স্থানীয় উপ-গোষ্ঠীর যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল; যারা সম্প্রতি সরকারি বাহিনীকে সহায়তা করেছিল। ওই উপদলের সেনা এবং তাদের জন্য সামগ্রী নিয়ে যাওয়া ২০ জনকে হত্যা করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে ৯টি যানবাহন।
আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-শাবাব সোমালিয়ার মধ্যাঞ্চলের সরকারি বিহনীর সঙ্গে গত এক দশক ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। গোষ্ঠীটি ইসলামিক আইন অনুযায়ী দেশটিতে নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে চায়।