শালবাগানস্থিত অক্সিজেন পার্ক পরিদর্শনে কেন্দ্রীয় পঞ্চায়েতীরাজ মন্ত্রী গিরিরাজ সিং

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ আগস্ট।। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতীরাজ মন্ত্রী গিরিরাজ সিং আজ সকালে শালবাগানস্থিত অক্সিজেন পার্কটি পরিদর্শন করেন। বন দপ্তর ২০২১ সালের ১১ অক্টোবর ৩০ হেক্টর জায়গার উপর এই পার্কটি গড়ে তুলেছে।

কেন্দ্রীয় মন্ত্রী শ্রীসিং আজ সকালে এই পার্কে এসে পৌঁছালে বিধায়ক কৃষ্ণধন দাস, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সীতা দাস সেন, রাজ্যের প্রধান মুখ্য বন সংরক্ষক কে এস শেঠি তাঁকে পুস্পস্তবক দিয়ে স্বাগত জানান।

এরপর ফরেস্টার মরণ দাসের নেতৃত্বে ফরেস্ট প্রোটেকশন ইউনিটের জওয়ানগণ কেন্দ্রীয় মন্ত্রীকে গার্ড অব অনার প্রদর্শন করেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী বিধায়ক সহ অন্যান্য বিশিষ্টজন বন শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদ বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শ্রদ্ধা জ্ঞাপনের পর কেন্দ্রীয় মন্ত্রী শ্রীসিং পার্কের লগহাটটি পরিদর্শন করেন। সেখানে তিনি শাল, গামাই, বহেরা, অর্কিড ও বিভিন্ন ঔষধিগাছগুলি পরিদর্শন করেন। পরে কেন্দ্রীয় মন্ত্রী শ্রীসিং এখানে একটি রুদ্রাক্ষ গাছের চারা রোপণ করেন।

লাহাটে অবস্থানকালে রাজ্যের প্রধান মুখ্য বন সংরক্ষক কে এস শেঠি ও কনজারভেটর অব ফরেস্ট ডব্লিও ভুটিয়ার কাছ থেকে রাজ্যে উৎপাদিত কনক কাইচ বাঁশ, রাবার, কাঁঠাল, সজনে, গুলালতা গাছ, গন্ধকী ও ঔষধীগাছ সম্পর্কে অবহিত হন। কেন্দ্রীয় মন্ত্রী শ্রীসিং কৃষি বনায়নের উপর গুরুত্ব আরোপ করে বলেন, কৃষি বনায়নে ত্রিপুরা সাফল্য পেলে রাজ্যের আর্থিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর অক্সিজনে পার্ক পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন দপ্তরের প্রধান সচিব এন এইচ দার্লং, বিশেষ সচিব ডা. সন্দীপ আর রাঠোর, অতিরিক্ত মুখ্য বন সংরক্ষক আর কে শর্মা, পি এল আগরওয়াল, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?