নাগিছড়ায় উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্র পরিদর্শনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ আগস্ট।। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতীরাজ মন্ত্রী গিরিরাজ সিং রাজ্য সফরের তৃতীয় দিনে আজ নাগিছড়ায় রাজ্য সরকারের উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন।

উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রটি পরিদর্শনের সময় কেন্দ্রীয় মন্ত্ৰী উদ্যান দপ্তরের আধিকারিকদের সাথে রাজ্যে গোলমরিচ সহ বিভিন্ন মশলা উৎপাদনের বিষয়ে। অবগত হন।

দারচে থেকে আগত গোলমরিচ চাষী ফেলা ডার্লংয়ের কাছ থেকেও তিনি গোলমরিচ চাষের বিষয়ে বিস্তারিত অবগত হন। কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যে গোলমরিচ সহ মশলা জাতীয় শস্য উৎপাদনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

পরিদর্শনকালে কেন্দ্রীয় মন্ত্রী উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের পরিসরে ‘বাগ বসেরা’ নামক প্রদর্শনীস্থলেরও দ্বারোদঘাটন করেন। উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্র পরিদর্শনের সময় কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিকদের জানান, ত্রিপুরা রাজ্যে ২.৫০ লক্ষ হেক্টর কৃষি জমি রয়েছে।

এই জমিকে কাজে লাগিয়ে আগামীদিনে রাজ্যকে উদ্যানভিত্তিক ইকোনমিক হাব হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। রাজ্যের প্রত্যেকটি জনজাতি পরিবারকে স্বনির্ভর করে তোলার জন্য ১ হেক্টর করে আগর ও রাবার বাগান গড়ে দেওয়ার পাশাপাশি ঐ বাগানে গোলমরিচ, আদা, হলুদ জাতীয় মশলা চাষে গুরুত্ব দিতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, এর ফলে প্রত্যেকটি পরিবারের বাৎসরিক আয় ৩-৪ লক্ষ টাকা হওয়া সম্ভব হবে। পরিদর্শনকালে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, গবেষণা কেন্দ্রের আধিকারিক ড. রাজীব ঘোষ সহ অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?