অটল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সবরমতী নদীর দুই তীর সংযুক্ত হল

অনলাইন ডেস্ক, ২৭ আগস্ট।। শনিবার আহমেদাবাদের সবরমতি রিভারফ্রন্টে আয়োজিত খাদি উৎসবে গুজরাট রাজ্য খাদি গ্রাম শিল্প বোর্ডের নতুন অফিস ভবন এবং অটল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

খাদি উৎসবে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, সবরমতীর এই তীর আজ ধন্য হয়েছে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সাড়ে সাত হাজার মহিলা একসঙ্গে চরকায় সুতা কেটে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।

তিনি বলেন, এটা আমার সৌভাগ্য যে আমিও চরকায় সুতা কাটার সুযোগ পেয়েছি। তিনি বলেন, অটল সেতু শুধু সবরমতী নদীর দুই তীরকে সংযুক্ত করছে না, নকশা ও উদ্ভাবনেও এটি নজিরবিহীন। এর ডিজাইন গুজরাটের বিখ্যাত ঘুড়ি উৎসবেরও যত্ন নিয়েছে।

প্রধানমন্ত্রী এর আগে এখানকার সবরমতী রিভারফ্রন্টে আয়োজিত খাদি উৎসবে বারদোলির সত্যাগ্রহে ব্যবহৃত ৯৪ বছর বয়সী চরকা পরিচালনা করেছিলেন। এই সময় রাজ্যের ৭৫০০ জন অংশগ্রহণকারী মহিলা চরকা ঘুরিয়ে খাদি ও গ্রামীণ শিল্পের প্রচারের বার্তা দেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?