রাজ্যে এইমস হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, টিএমসির প্রতিষ্ঠা দিবসে বললেন মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ আগস্ট।। রাজ্যে এইমস হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এইমস হাসপাতাল গড়ে উঠলে রাজ্যে মেডিক্যাল পড়ুয়া ছাত্রছাত্রীদের পাশাপাশি ডাক্তারদেরও চিকিৎসার মান বাড়বে।

আজ হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ ও ড. বি আর আম্বেদকর টিচিং হাসপাতালের ১৭তম প্রতিষ্ঠা দিবসের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা মেডিক্যাল কলেজ কোনও অংশে অন্য মেডিক্যাল কলেজ থেকে পিছিয়ে নেই।

এই মেডিক্যাল কলেজে উন্নত পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে অভিজ্ঞ ডাক্তার, স্বাস্থ্যকর্মী, অক্সিজেন প্ল্যান্টের সুবিধা রয়েছে। আগামীদিনে রাজ্য সরকার এই মেডিক্যাল কলেজের উন্নয়নে আরও উদ্যোগ নেবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মেডিক্যাল পাঠরত ছাত্রছাত্রীদের শুধুমাত্র পঠন পাঠন নিয়ে থাকলে বা ডাক্তারদের শুধুমাত্র রোগী সেবা করলেই হবে না।

সমাজের জন্যও কাজ করতে হবে। তবেই সবার মিলিত সহযোগে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা সম্ভব হবে। মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে দেশব্যাপী আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করা হচ্ছে। আগামী বছরের স্বাধীনতা দিবস পর্যন্ত এই মহোৎসব পালন করা হবে। সেই হিসেবে আজকের এই মহতি অনুষ্ঠানও এই মহোৎসবে সামিল হলো। যা এক গর্বের বিষয়।

এই মেডিক্যাল কলেজের সঙ্গে যুক্ত থাকাকালীন সময়ের স্মৃতিচারণ করে মুখ্যমন্ত্রী বলেন, আজ এই কলেজের ১৭তম প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। এই কলেজ প্রতিষ্ঠায় অনেকের অবদান রয়েছে। কলেজ প্রতিষ্ঠায় যাদের অবদান রয়েছে তাদের নিয়ে মুখ্যমন্ত্রী একটি ই-বুক তৈরি করার পরামর্শ দেন।

মুখ্যমন্ত্রী বলেন, কলেজের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে আজ যারা পুরস্কৃত হয়েছেন তাদের অধিকাংশই ছাত্রী। এটা রাজ্যের জন্য খুবই গর্বের। এ থেকে প্রমাণিত হয় রাজ্যের মেয়েরাও এগিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে মহিলা স্বশক্তিকরণের উপর সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে।

মহিলাদের চাকরি ক্ষেত্রে ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা হাসপাতাল চতুরে একটি বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাবর্ষে উল্লেখযোগ্য ফলাফল করার জন্য এমবিবিএস ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়।

তাছাড়াও বিভিন্ন শিক্ষাবর্ষে এমবিবিএস পাঠরত ছাত্রছাত্রীদেরও পুরস্কার ও শংসাপত্র দেওয়া হয়। মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা মেডিক্যাল কলেজের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক স্বপন সাহা।

তাছাড়াও বক্তব্য রাখেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশিস বসু, ত্রিপুরা মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডা. পি রায়, ত্রিপুরা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অরিন্দম দত্ত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?