স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৭ আগস্ট।। ত্রিপুরার অর্থনৈতিক বিকাশে আগর গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে সক্ষম হবে। রাজ্যে আগর চাষের সম্প্রসারণ, আগর উৎপাদন ও বাণিজ্যিকীকরণের জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে।
এই কাজে কেন্দ্রীয় সরকার রাজ্যকে সব রকমের সহায়তা দেবে। আজ সিপাহীজলা অভয়ারণ্য পরিদর্শনে এসে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতীরাজ মন্ত্রী গিরিরাজ সিং একথা বলেন।
সিপাহীজলা অভয়ারণ্য পরিদর্শনের সময় কেন্দ্রীয় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান মুখ্য বন সংরক্ষক কে এস শেঠি, গ্রামোন্নয়ন দপ্তরের বিশেষ সচিব ড. সন্দীপ রাঠোর সহ রাজ্য বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ।
সিপাহীজলা অভয়ারণ্যের অতিথি নিবাসে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অভয়ারণ্য ও সিপাহীজলা চিড়িয়াখানার বিস্তারিত তথ্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তুলে ধরা হয়। অতিথিশালায় বন দপ্তরের আধিকারিকদের সাথে মতবিনিময়ের সময় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং বলেন, আগরকে নির্ভর করে সাবান, পারফিউম ও আগর তেল উৎপাদন করা যায়।
আগর বাণিজ্যের উপর বন দপ্তরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এর সাথে জড়িয়ে আছে এই রাজ্যের অর্থনৈতিক বিকাশ। তাছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের বনাঞ্চলে বসবাসরত জনজাতিদের অর্থনৈতিক মানোন্নয়নে বনজ সম্পদকে ভিত্তি করে পরিকল্পনা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন।
সিপাহীজলা অভয়ারণ্যে কেন্দ্রীয় মন্ত্রী মেঘলা চিতা প্রজনন কেন্দ্রটিও পরিদর্শন করেন। সিপাহীজলা অভয়ারণ্য পরিদর্শনের পর কেন্দ্রীয় মন্ত্রী শ্রীসিং চড়িলাম ফরেস্ট রেঞ্জের আধুকিরি স্বসহায়ক দলের মহিলা সদস্যাদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়ের সময় কেন্দ্রীয় মন্ত্রী ফুলচাষের উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, ফুল উৎপাদন করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায়।