স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২৪ আগস্ট।। রক্তদানের কোন বিকল্প নেই। রক্তদান হচ্ছে মহৎ দান। রাজ্যের বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলি বছরের নানা সময়ে রক্তদান শিবিরের আয়োজন করে।
আজ কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের উদ্বোধন করে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক একথা বলেন। রক্তদান শিবিরের আয়োজন করায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, ভাইস চেয়ারপার্সন নীতিশ দে, জেলাশাসক উত্তম কুমার চাকমা, মহকুমা শাসক প্রদীপ সরকার, লায়ন্স ক্লাবের সভাপতি পলাশ দে প্রমুখ। রক্তদান শিবিরে ৪১ জন রক্তদান করেন।
অনুষ্ঠানে সবাজসেবার কাজে উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য ৬ জনকে সংবর্ধনা জানানো হয়। রক্তদান শিবির উদ্বোধনের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক কৈলাসহর আয়ুষ হাসপতাল পরিদর্শন করেন ও হাসপাতালের রোগীদের সাথে মতবিনিময় করেন।
এরপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কৈলাসহরের নজরুল কলাক্ষেত্রে কৈলাসহর পুর পরিষদ এলাকার বিভিন্ন স্বসহায়ক দলের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, স্বসহায়ক দলগুলিকে বিভিন্ন অর্থনৈতিক প্রক্রিয়ায় যুক্ত করতে হবে। স্বসহায়ক দলগুলি স্বনির্ভর হয়ে উঠলে দলের সদস্যরাও আত্মনির্ভর হয়ে উঠবেন।
রাজ্য সরকার স্বসহায়ক দলগুলিকে স্বনির্ভর করে তুলতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করেছে। মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, ভাইস চেয়ারপার্সন নীতিশ দে, মহকুমা শাসক প্রদীপ সরকার প্রমুখ।