ডাকাতদের প্রতিহত করতে রাজধানীর আড়ালিয়ায় ‘নিরামিষ অস্ত্র’ নিয়ে রাতজেগে প্রহরায় এলাকাবাসী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ আগস্ট।। চুরি ও ডাকাতির ঘটনায় আতঙ্কিত জনগন এখন রাত জেগে পাহাড়া দিচ্ছে। রাজধানীর আড়ালিয়া এলাকায় এমনই ছবি দেখা গেল বুধবার গভীর রাতে।

আড়ালিয়া ঘোষপাড়া, দাসপাড়া, স্কুল চৌমুহনি পাড়া , সহ একাধিক পাড়ার লোকজন লাঠি সোটা নিয়ে পাহারা দিচ্ছে রাস্তায়। জানা গিয়েছে একদল ডাকাত নাকি বুধবার রাতেও ওই এলাকায় গিয়েছিল জনতার প্রতিরোধে পালিয়ে গিয়েছে।

রাজ্যে আইনের শাসন ভেঙে পড়েছে। প্রশ্নের মুখে আইন শৃঙ্খলা ও জন নিরাপত্তা। পুলিশের উপর আস্তা হারিয়েছে মানুষ। ইত্যাদি নানা অভিযোগ নিয়ে বুধবার রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করে বাম নেতৃত্ব।

প্রসঙ্গত, ব্যাংক কর্মীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি সংঘঠিত করার ৪৮ ঘন্টার মধ্যে রাজধানীতে ফের ডাকাতি!এবার ঘটনাস্হল বলদাখাল এলাকা। স্হানীয় বাসিন্দা ঠিকেদার লিটন ঘোষের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে ডাকাতি হয়।

অস্ত্রের মুখে লিটন ঘোষের বাড়ি থেকে ৬ ভরি স্বর্ণালঙ্কার,নগদ ৭০ হাজার টাকা, দুইটি মোবাইল সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায় ডাকাতের দল। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতংক ও চাঞ্চল্য ছড়িয়েছে। স্হানীয় বাসিন্দাদের বক্তব্য, এমন ঘটনা এর আগে এই এলাকায় ঘটেনি।

স্বাভাবিক ভাবেই জন নিরাপত্তা ও পুলিশি ভূমিকা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। একের পর এক চুরি এবং ডাকাতি সংগঠিত হচ্ছে। অথচ সংশ্লিষ্ট মহলের কোনও হেল দোল নেই। জনমনেও এই নিয়ে ব্যপক ক্ষোভ তৈরি হয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?