স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ আগস্ট।। দলবদলের পথে তৃণমূল কংগ্রেসের উত্তরপূর্বের বড় নেতা সুবল ভৌমিক। তিনি ফের বিজেপির পথে নাকি কংগ্রেসে ফিরছেন তা নিয়ে প্রবল চর্চা ত্রিপুরায়।
পরপর ভোটে খড়কুঁটোর মতো উড়ে গেলেও এই বাংলাভাষী প্রধান রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে জয়ের আশায় মশগুল তৃণমূল নেতারা। ত্রিপুরার রাজনীতিতে সুবল ভৌমিক বর্নিল চরিত্র।
কংগ্রেস থেকে বিজেপিতে যান তিনি। পরে ফিরে আসেন কংগ্রেসে। গত বছরে যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। এবার এ দল থেকেও বিদায় নিলেন। তাঁর আরও একবার বিজেপি যোগের জল্পনা তীব্র হয়েছে। শুধুমাত্র বিজেপি যোগদান নয়। তাঁর কংগ্রেসে যোগদান নিয়েও আলোচনা হচ্ছে।
ত্রিপুরায় গত বিধানসভা ভোটে বামফ্রন্ট সরকার পরাজিত হয়। ক্ষমতায় আসে বিজেপি জোট। বিজেপির গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুবল ভৌমিক। তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের প্রবল সমালোচনা করে তিনি বিজেপি ছেড়ে দেওয়ার পর তীব্র রাজনৈতিক আলোচনা হয়েছিল।
সম্প্রতি মুখ্যমন্ত্রী বদল করেছে বিজেপি। বর্তমান মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা। আগামী ২৮ এবং ২৯ তারিখ ত্রিপুরা সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তার আগেই বিরাট বদল হয়েছে ত্রিপুরা তৃণমূলে।
রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সুবল ভৌমিককে। আগামী সভাপতি কে হবেন ঠিক করবেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সুস্মিতা দেব। এদিকে বিজেপি ছেড়ে সুদীপ রায় বর্মনের কংগ্রেসে যোগদান ও ফের বিধায়ক হওয়ার পর রাজ্যে কংগ্রেস চাঙ্গা।
সুদীপ রায় বর্মনের সঙ্গে সুবল ভৌমিকের সখ্যতা নিয়েও আলোচনা কম হচ্ছে না। মনে করা হচ্ছে তিনি ফের কংগ্রেসে যোগদান করতেও পারেন।