স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৪ আগস্ট।। বুধবার সকালে উদয়পুর রেলস্টেশন সংলগ্ন একটি জলাশয় থেকে মাতাবাড়ি এলাকার লক্ষ্মণ ঘন্ট নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে লক্ষ্মণ বাড়ি থেকে বেরিয়ে যান এবং ফিরে আসেননি।
দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বুধবার সকালে নিজ বাড়ির পাশের একটি জলাশয়ে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রীর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। আর কে পুর থানায় খবর পাঠানো হয়।
আর কে পুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উদয়পুর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত যুবকের পরিবারের সদস্যরা নিহতের স্ত্রীকে সন্দেহ করছে।