স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ আগস্ট।। কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ এবং গত শনিবার জিরানিয়ায় কংগ্রেস কর্মী কেশব সরকারের বাড়িতে বুলড্রজার দিয়ে আক্রমণের প্রতিবাদে সোমবার পুলিশ হেড কোয়ার্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করে যুব কংগ্রেস।
বিজেপি’র দুষ্কৃতিকারীদের লাগামহীন সন্ত্রাস এবং কংগ্রেস কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে সোমবার রাজ্য পুলিশের সদর কার্যালয় ঘেরাও করলো প্রদেশ যুব কংগ্রেস। এদিন বিকেলে যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা শহরে একটি মিছিল সংঘটিত করে পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে। দীর্ঘক্ষণ পুলিশের সাথে ধস্তাধস্তি হয় যুব কংগ্রেস কর্মী সমর্থকদের।
যুব কংগ্রেস কর্মীদের অভিযোগ শনিবার রাতে জিরানিয়া কংগ্রেস কর্মী কেশব সরকারের বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা বুলডোজার দিয়ে আক্রমণ সংগঠিত করেছে। দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে পুলিশের কোন সক্রিয় ভূমিকা নেই। এর প্রতিবাদে যুব কংগ্রেস পুলিশের সদর কার্যালয় ঘেরাও করা হয়েছে।
এছাড়াও রাণীর বাজারে কংগ্রেসের উপর আক্রমণ সংগঠিত করেছে। পুলিশ নিরাপত্তা দিতে পারছে না বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের। কারণ শাসক দলের হয়ে একাংশ পুলিশ কৃতদাসের ভূমিকা পালন করে চলেছে।
এমনকি কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির দুর্বৃত্তদের বিরুদ্ধে কোন মামলা নেয় না পুলিশ। কিন্তু বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে পুলিশ। তার প্রতিবাদে রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে জবাব চাইছে এসেছে বলে জানান তারা।
পরে যুব কংগ্রেসের একটি প্রতিনিধি দল অডিশনাল এসপির কাছে ডেপুটেশন প্রদান করে দাবি জানান কেশব সরকারের বাড়িতে হামলার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তার করা এবং স্থানীয় মহকুমা পুলিশ আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করা দাবি জানানো হয়।