অনলাইন ডেস্ক, ২২ আগস্ট।। নতুন দলের জার্সি গায়ে গোলের দেখা আগেই পেয়েছিলেন। তবে লা-লিগায় তখনও খোলা হয়নি গোলের খাতা। সেই উপলক্ষে আসতেও বেশি অপেক্ষা করতে হয়নি রবার্ট লেওয়ানডভস্কি।
বায়ার্ন মিউনিখের সাবেক এই পোলিশ তারকা স্প্যানিশ লিগটাতে গোলের উদযাপনের জন্য নিজের জন্মদিনটাকেই বেছে নিয়েছেন। রবিবার ছিল লেওয়ানডভস্কির ৩৪তম জন্মদিন। নিজের জন্মদিনে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জোড়া গোল করে চলতি লা লিগায় বার্সেলোনাকে ৪-১ গোলের জয় এনে দিয়েছেন তিনি।
ম্যাচে এক গোলের সঙ্গে জোড়া অ্যাসিস্ট করেছেন আনসু ফাতি। রায়ো ভায়োকানোর বিপক্ষে ড্র দিয়ে লিগ শুরুর দুঃসহ স্মৃতি নিয়ে সোসিয়েদাদের মাঠে খেলতে নেমেছিল জাভি হার্নান্দেজের শিষ্যরা। তবে ঘুরে দাঁড়াতে সময় লাগে মাত্র ৪৬ সেকেন্ড, লেওয়ানডস্কির গোলে লিড নেয় বার্সেলোনা।
এই লিড অবশ্য বহাল ছিল মাত্র পাঁচ মিনিট। ম্যাচের ষষ্ঠ মিনিটে অ্যালেক্সান্ডার আইজ্যাকের গোলে সমতা ফেরায় স্বাগতিকরা। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ব্লাউগ্রানারা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের চিত্র ভোজবাজির মতো বদলে দেন ফাতি।
বাকি তিন গোলের তিনটিতেই ছিল তার সরাসরি অবদান। ম্যাচের ৬৬ মিনিটে ফাতির অ্যাসিস্টে দলকে এগিয়ে দেন ওসুমানে দেম্বেলে। দুই মিনিট পর আবার ফাতির জাদু। এবার বার্থডে বয় লেওয়ানডস্কিকে দিয়ে গোল করান বার্সার এই বিস্ময় বালক। এখানেই শেষ নয়।
ম্যাচের ৭৯ মিনিটে ফাতি নিজেই গোল করে হালিপূরণ করেন। দ্বিতীয় ম্যাচে এসে পাওয়া প্রথম জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। দুই ম্যাচের দুইটিই জিতে শীর্ষে রিয়াল মাদ্রিদ।