যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান সহ ইউরোপের একাধিক দেশ বন্যায় নাকাল

অনলাইন ডেস্ক, ২০ আগস্ট।। যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান সহ ইউরোপের একাধিক দেশ বন্যায় নাকাল। ভারি বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় নাকাল ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশা। নদীর জল বেড়ে যাওয়ায় জলের নিচে রাজ্যটির বেশ কয়েকটি গ্রাম।

অন্যদিকে, বন্যায় পাকিস্তানের বেলুচিস্তানে পানিবন্দিদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভারতের ওড়িশা রাজ্যে এরই মধ্যে নদীর জল বেড়ে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। হুট করে বাড়তে থাকা জলে বহু ফসলি জমি তলিয়ে গেছে। বন্যার পানিতে আটকা পড়েছে বহু মানুষ।

মহারাষ্ট্র ও গুজরাটের অধিকাংশ নদীর জল বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এমন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এরই মধ্যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওড়িশার বেশ কয়েকটি অঞ্চলে ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পাকিস্তানের বেলুচিস্তানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভারি বৃষ্টিপাতে সৃষ্ট এ বন্যায় প্রদেশটির লাসবেলা জেলায় জলবন্দি অনেক মানুষ। দেখা দিয়েছে তীব্র খাদ্যসংকট।

উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী। গত কয়েক দিনের প্রবল বৃষ্টিপাতে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চীনের পশ্চিমাঞ্চলীয় কিংহাই প্রদেশ। ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ অন্তত ১৮ জন। অনেক ফসলি জমি নষ্ট হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা।

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে অব্যাহত ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৮-এ দাঁড়িয়েছে। উদ্ধার অভিযান এখনো অব্যাহত থাকায় এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে অঞ্চলটির কর্তৃপক্ষ। ভয়াবহ এ বন্যায় তলিয়ে গেছে অঙ্গরাজ্যটির বেশ কয়েকটি এলাকা। এরই মধ্যে আটটি কাউন্টিতে বন্যার সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর।

এ ছাড়া আগামীকাল রবিবার ১০ দশমিক ০২ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা ও জানানো হয়েছে। শক্তিশালী ঝড়ে লণ্ডভণ্ড ইউরোপের মধ্য ও দক্ষিণাঞ্চল। শুক্রবারও রীতিমতো ফ্রান্সের কর্সিকা দ্বীপটিতে তাণ্ডব চালায় এ ঝড়।

আকস্মিক বৃষ্টি ও ঝড়ের প্রভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন দ্বীপের অর্ধ লক্ষাধিক বাসিন্দা। এ ছাড়া শহরের বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। গাছপালা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এ ছাড়া ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি এলাকার রাস্তাও প্লাবিত হয়েছে ঝড়ে।

তীব্র ঝড়ের কবলে পড়েছে ইতালিও। ভেনিস নগরীতে ঝড়ো বাতাসে ক্যাথেড্রাল বেল টাওয়ারের ইটের দেয়াল ধসে বেশ কয়েকজন আহত হন। এমনকি প্রবল বর্ষণে তলিয়ে যায় বহু ঘরবাড়ি। উপড়ে পড়ে বহু গাছপালা। এতে চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। প্রশাসনের নির্দেশে এরই মধ্যে কাজ শুরু করেছে উদ্ধারকর্মীরা।

ঝড়ের পর প্রচণ্ড বৃষ্টি এবং ভূমিধসে বিপর্যস্ত অস্ট্রিয়ার কারিনথিয়া অঞ্চল। বাড়িঘর বিধ্বস্তের পাশাপাশি অঞ্চলটিতে প্রাণহানির খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানায়, সতর্কতা জারির পাশাপাশি স্থানীয় কয়েক হাজার নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদ স্থানে।

মধ্য ও দক্ষিণ ইউরোপের তিন দেশ অস্ট্রিয়া, ইতালি ও ফ্রান্সের কর্সিকা দ্বীপে প্রবল ঝড়-বৃষ্টিতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?